এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শহরের ৩৭টি পুরস্বাস্থ্য কেন্দ্রে মিলবে কর্বিভ্যাক্স! জানালেন মেয়র

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। এবার তা শুরু হতে চলেছে বাংলাতেও। আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে ১২ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এই বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এই অবস্থায় শনিবার রাজ্যের পরিবহণ, আবাসন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ(Firhad Hakim) হাকিম জানালেন, পুরনিগমের ৩৭টি কোভ্যাক্সিন(Covaxin) সেন্টার থেকেই শহরের ১২ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের কর্বিভ্যাক্স(Corvevax) টিকা দেবে পুরনিগম। সেখান থেকে টিকা যেমন পাওয়া যাবে বিনামূল্যে তেমনি টিকা মিলবে চেতলা গার্লস হাইস্কুল থেকেও। এদিন ফিরহাদ আরও জানিয়েছেন, কলকাতা(Kolkata) শহরে কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ়ের চাহিদা একেবারে তলানিতে। তাই আপাতত দু’ সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে কোভ্যাক্সিনের টিকাকরণ।

গত বুধবার থেকে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় তা কয়েক দিন পরে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে। যে সব কিশোর-কিশোরীরা টিকা নেবে তাঁদের কোউইন পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। যদি বাড়ির কোনও সদস্যর কোউইনে অ্যাকাউন্ট খোলা থাকে, সেখান থেকেও চাইলেও তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। কিংবা নতুন অ্যাকাউন্ট খুলেও আবেদন করতে পারবে। কর্বিভ্যাক্স পাওয়ার জন্য যারা যোগ্য, তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারবে। কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, ‘১২ থেকে ১৪ বছর বয়সীদের কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে। সোমবার থেকে কলকাতা পুরসভার ৩৭টি কোভ্যাক্সিন কেন্দ্র থেকে মিলবে কর্বিভ্যাক্স। সোমবার থেকে স্কুলেও টিকাকরণ শুরু হবে। চেতলা গার্লসে টিকা দেওয়া হবে। অন্য যে সমস্ত স্কুল এই পরিষেবা দিতে রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেও কলকাতা পুরসভা টিকাকরণ কেন্দ্র করবে। টিকাকরণের প্রক্রিয়ায় এগিয়ে আসতে আগ্রহী যে সব স্কুল কর্তৃপক্ষ তাঁরা যেন কলকাতা পুরনিগমের সঙ্গে যোগাযোগ করে। তাঁরা ইচ্ছা প্রকাশ করলেই আগামিদিনে সেই সব স্কুলেও ভ্যাক্সিনেটর পাঠিয়ে টিকা দেওয়ানোর ব্যবস্থা করা হবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য ৮৮ হাজার ভায়াল এসেছে পুরসভার হাতে। কেন্দ্র ৩০ লক্ষ ৯৬ হাজার ৯০০ কর্বিভ্যাক্সের ডোজ পাঠিয়েছে। প্রায় ২৫ লক্ষ ডোজ জেলায় জেলায় বণ্টনও হয়েছে। গোটা রাজ্যে আনুমানিক ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। তবে আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকছে।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রীয় বাহিনীর পুরো টিমকে সরানো হয়েছে : মুখ্য নির্বাচনী আধিকারিক

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৭ লোকসভা কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ

শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৬ জেলায় কমলা সর্তকতা জারি

কমিশনের নির্দেশে ভূপতিনগর ও পটাশপুর থানার নতুন ওসিরা দায়িত্ব নিলেন

প্রচারের শেষ লগ্নে ঝড়, ২৭ মে সুদীপের হয়ে পদযাত্রা মমতার

বিধান ভবনে খাড়গের ছবিতে কালি, অধীরের কাছে রিপোর্ট তলব কংগ্রেস হাইকম্যান্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর