এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা পুরসভার বোরো- ১৬কে শোকজ করার নির্দেশ ডিজিকে : মেয়র

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার বোরো-১৬কে শোকজ করা নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, কোন বেআইনি নির্মাণ হলে স্থানীয় বোরো সেই খবর কেন কলকাতা পৌরসভার সদর দপ্তরকে জানাবে না? সব সময় কলকাতা পৌরসভার হেড অফিস থেকে কোথাও কোন বেনিয়ম হলে সেই খবর বোরোকে পাঠানো হয় । কেনো বোরোতে থাকা ইঞ্জিনিয়ার বা অন্যান্য আধিকারিকরা আগের থেকে ব্যবস্থা নেবে না ?কেন তাদের ডিজি লেন্স থাকবে না? তাই বেনিয়মের অভিযোগ পাওয়ার পর বোরো -১৬কে শোকজ করার জন্য ডিজিকে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরোও বলেন সব সময় আমাদের ওপর থেকে জেনে কেনো বলতে হবে । শোকজ করতে বলেছি তাই। বোরো ১৬-র ঘটনা। এদের কাজ এলাকায় ঘুরে বেড়ানো। হেডঅফিস থেকে তো করবে না। চেঞ্জ অফ ইউজ বা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে তারা কেনো অ্যাকশন নেবে না? প্রশ্ন মেয়রের। তাই ডিজি কে বলেছি শোকজ করতে।
শোকজ এর মাধ্যমে টাইট করতে হবে। নয়তো ভাববে আমার কোনো ক্ষমতা নেই। যা ইচ্ছা তাই করবে। শহরে বেআইনি নির্মাণ রুখতে কলকাতা পুরসভা যে সদা সতর্ক এদিন আরো একবার তা বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।

অনলাইনে লাইসেন্স পাওয়া প্রসঙ্গে মেয়র জানান, অনলাইনে ব্যবসা করার জন্য আবেদন জানিয়ে সরকারের থেকে যে কেউ একাধিক লাইসেন্স নিতে পারে। অ্যাপ্লাই করলেই লাইসেন্স পাবে। এক অ্যাড্রেসে ৫০০লাইসেন্স নিতে পারে। এটা গভমেন্ট করেছে। ইন্সপেক্টর রাজ শেষ করার জন্য। লাইসেন্স বিভাগে এখন কোনও লোক নেই। অন্য ডিপার্টমেন্ট এ দিয়েছি ওই বিভাগের সব কর্মীদের। এটা সার্টিফিকেট অফ এনলিস্মেন। এটা আইনত কোনও লাইসেন্স নয়। সে এনলিস্মেন্ট করল শুধু পরে ব্যবসা নাও করতে পারে সে। পুরসভার কোনোও দায়িত্ব নেই লাইসেন্স দেওয়ার। আবাসনের ক্ষেত্রে রেকি করা হবে।

আমার মতে মিউটেশন হয়ে গেলে বিএলআরও করে কি লাভ। দেরি হওয়ায় ইললিগাল কনস্ট্রাকশনের প্রবণতা বাড়ে। মন্তব্য কলকাতা পৌরসভার মেয়রের। তাই আমরা এটা ইজি করার চেষ্টা করছি। কিন্তু কিছু ল্যান্ড অ্যাক্ট এর জন্য এটা আটকে রয়েছে। আমরা দেখছি।আদালত প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য ,কোর্ট আমার কাছে নেক্সট টু গড। আমি কোর্টের বিষয়ে তাই কিছু বলবো না।কোর্টে যাবো আবার আমরণ অনশন করব এটা হয় নাকি। কোর্টে চলছে মামলাটা। তার মানে কোর্টের ওপর ভরসা নেই। যাদের কোর্টের ওপর ভরসা নেই তাদের ভারতে থাকার অধিকার নেই, মন্তব্য কলকাতা পৌরসভার মেয়রের।ফিরহাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো বলেন, তৃণমূল কোনও অন্যায় করেনি। যারা ইন্ডিভিজুয়াল অন্যায় করেছে তারা জেলে আছে। এজেন্সি নিরপেক্ষত কাজ করছে না। এটাই দুঃখের। কেনো প্রেস করবে, টুইট করবে। আগে তো এমন হয়নি। ছবি দেখানোর কি দরকার। তারা তদন্ত করে কোর্টে জানাবে। অন্যায় করে আমাদের ওপর যে তকমা দেওয়া হয়েছে আমরা সেটা কোর্টে লড়ে নেব মন্তব্য ফিরহাদের।

তিনি কেন্দ্রীয় এজেন্সির নাম না নিয়ে বলেন, তাদের সম্মান নষ্ট হচ্ছে যখন পার্টির হয়ে কাজ করছে। এতে মানুষের মনে সন্দেহ হচ্ছে যে তারা বিজেপির হয়ে কাজ করছে। তারা নিজেদের সম্মানটা নষ্ট করছে।নোট বন্দির পর মানুষের কাছে এত টাকা আসছে কি করে। তাহলে ওটা কি ফেল হল। ব্যাংক কন্ট্রোল করতে পারছে না। তাহলে ছেড়ে দিক ফাইন্যান্স মিনিস্টার। প্রশ্ন ফিরহাদের।বিজেপিকে নিশানা করে ফিরহাদের মন্তব্য, রাজ্য সরকার মানুষের ভোটে এসেছে। বিজেপি পারেনি। পরাজিত দল। বিপরীতেই বসে থাকুক। আমি মানুষের ভোট এসেছি ওরা তাড়িয়ে দেওয়ার কে।কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, নির্মলা সিতারামন কে বলুন, আদানির তদন্ত আগে করতে। ব্যাংক যে খালি হয়ে গেল। সেটা আগে তদন্ত করতে বলুন।বাংলা ভাগ ইস্যুতে ফিরহাদের মন্তব্য, বাংলা ভাগ হবে না। বিচ্ছেনতা বাদি দল বিজেপি যতই চেষ্টা করুক বাংলা ভাগ হবে না। রবীন্দ্রনাথ কবি নজরুলের বাংলা ভাগ করতে দেব না। রক্ত দেব, ভাগ করতে দেবো না। আগে মুসলিম লীগ আরএসএস করেছিল। আমরা আর করতে দেব না।টেটের ফল প্রকাশ প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য, ভ্যাকেনসি আছে তাই চাকরি হয়েছে। বাংলার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে ভালো তো।কেন্দ্রের অর্থ রাজ্যকে দেওয়া প্রসঙ্গে মেয়র বলেন, বিজেপির পৃতিকুলের টাকা নয়। দয়া করছেন না আপনারা। এটা প্রাপ্য টাই দিয়েছে।ভাইপো ইস্যুতে ফিরহাদের মন্তব্য, শুভেন্দু না দিলীপ দার ভাইপো? সেটা বলুক। নাম বলুক। হিম্মত থাকলে নাম বলুক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজভবনের নির্দেশে হেয়ার স্ট্রিট থানায় বয়ান দিতে সশরীরে হাজির তিন কর্মী

প্রচারে নিষেধাজ্ঞা জারি করায় কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের

বিজেপি- সিপিএমের বেআইনি পার্টি অফিস বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে সব জেলাতে ঝড়-বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে হলুদ সর্তকতা জারি

ভোটের দশ দিন আগে ৯ লক্ষ টাকা উদ্ধার শহর কলকাতায়

পার্থের অনুপস্থিতিতে বেহালার পশ্চিমের ভোটের দায়িত্ব অঞ্জন দাসকে দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর