এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মানব হারা বাম বাংলা, রইল পড়ে শুধুই স্মৃতি

নিজস্ব প্রতিনিধি: সুবক্তা হিসাবে দলে পরিচিত ছিলেন তিনি। তাঁকে ঘিরে কোনওদিন কোনও বিতর্কও দেখা দেয়নি। ওঠেনি কোনওদিন কোনও দুর্নীতির অভিযোগ। তবু সবাইকে যেতেই হয় একদিন, তিনিই তাই পাড়ি জমালেন অমৃতলোকের পথে। মানব হারা হল বাম বাংলা। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়(Manab Mukhopadhay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, মানববাবু তাঁর চোখ দান করে দিয়ে গিয়েছেন। করে গিয়েছেন নিজের দেহ দানও। তাই এদিনই তাঁর চোখ দান করে দেওয়া হবে। তারপর দেহ থাকবে পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে আগামিকাল তাঁর শেষযাত্রা বার হবে। দুপুরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ দানের মধ্যে দিয়েই সেই যাত্রা শেষ হবে।

১৯৫৫ সালে ২৪ আগস্ট জন্ম মানববাবুর। পড়াশোনা দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলে। উচ্চশিক্ষা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময়ের এম বি এ ডিগ্রিও ছিল তাঁর। ছাত্র আন্দোলন তথা বামপন্থায় হাতেখড়ি সেই সময় থেকেই। প্রথম থেকেই সুবক্তা হিসাবে নজর কেড়েছিলেন বাম নেতৃত্বের। ১৯৯১ সালে বেলেঘাটা(Beleghata) বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম)(CPIM) প্রার্থী হিসাবে প্রথম বার টিকিট পেয়েছিলেন তিনি। জিতেও যান। ৫ বছর বাদে শুধু যে আবারও জয়ী হন তাই নয়, বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু(Jyoti Basu) তাঁকে নিজ মন্ত্রিসভায় সামিলও করেন। দিয়েছিলেন যুব, পর্যটন ও পরিবেশ উন্নয়নের দায়িত্ব। ২০০১ সালে বাংলার নয়া মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের(Buddhadev Bhattacharya) মন্ত্রিসভাতেও কায়গা পেয়েছিলেন তিনি। পেয়েছিলেন তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব। জেলায় জেলায় সরকারি কম্পিউটার প্রশিক্ষণ খুলে বাংলার তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তোলার কাজ সফল ভাবেই রূপায়িত করেছিলেন তিনি। ২০০৬ সালে অবশ্য ভোটে জিতে তিনি পেয়েছিলেন বস্ত্র দফতরের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দফতর।

২০১১ সাল থেকেই নির্বাচনী ময়দান থেকে দূরে থেকেছেন মানববাবু। দল সেই সময় তাঁকে টিকিটও দেয়নি। পরে শারীরিক ভাবেও কিছুটা অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক বছর বাদে ব্রেন স্ট্রোকের দরুণ মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তাঁর। কার্যত সেই সময় থেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। চলতি বছরের আগস্ট মাসে আবারও মস্তিষ্কে রক্তক্ষরণ হয় মানব মুখোপাধ্যায়ের। সেই সময় হাস্পাতাল থেকে বাড়ি ফিরলেও এদিন তাঁকে পাকাপাকি ভাবে চলে যেতেই হল। মঙ্গলবার সকাল ১১টা ১০মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন বাম নেতা। ১১টা ৪৫ মিনিট নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। এদিনই তাঁর চোখ দানের পর পিস ওয়ার্ল্ডে দেহ রাখা হবে। আগামিকাল অর্থাৎ বুধবার, ৩০ নভেম্বর সকাল ১০টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটায় সিপিআই(এম)’র পূর্বতন জোনাল অফিসে নিয়ে যাওয়া হবে মানববাবুর দেহ। সেখান থেকে বেলা ১১টায নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে। সেখান থেকে দেহ যাবে জেলা দফতরে। দুপুর সাড়ে ১২টা নাগাদ মিছিল করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে মানববাবুর দেহ। সেখানেই দেহদানের মাধ্যমে শেষযাত্রার সমাপন হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর