এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার নির্দেশে চিকিৎসক-কর্মী নিয়োগে ৪ স্তরের Safety Mechanism

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও Group-D পদে কর্মী নিয়োগের ঘটনায় দুর্নীতির ঘটনা অনেক শিক্ষা দিয়ে দিয়েছে রাজ্য সরকারের আধিকারিকদের। তাই এবার স্বাস্থ্যদফতরের চিকিৎসক ও কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁরা রীতিমতো সাবধানী। সেই জন্যই স্বাস্থ্য দফতরের কর্মী ও চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে West Bengal Health Recritment Board বা WBHRB চালু করল ৪ স্তরের Safety Mechanism। যার প্রথম পর্যায়ে থাকছেন Technical Experts-রা। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে থাকছেন Subject Experts ও সিনিয়র প্রফেসর পদমর্যাদার কোনও পেশাদার। এছাড়া ইন্টারভিউ বোর্ডে নিয়োগ সংস্থার সদস্যের মুখোমুখি হতে হবে প্রার্থীদের। একেবারে নীচের স্তরের কর্মী থেকে ডাক্তার পর্যন্ত যে কোনও নিয়োগের প্রথম পর্বেই, অনলাইনে গৃহীত সমস্ত আবেদন খতিয়ে দেখছেন Technical Experts-রা। প্রার্থীদের কোনও নথিপত্র নিয়ে সন্দেহ হলে আবেদনকারীকে ত্রুটিমুক্ত নথি ১০ দিনের মধ্যে পেশ করতে বলা হচ্ছে। ইন্টারভিউতে এইসব পেশাদারের মুখোমুখি হওয়ার পর প্রকাশিত হচ্ছে প্যানেল। আর এই ৪ স্তরের Safety Mechanism নেওয়াই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে। 

এই বিষয়ে WBHRB সূত্রে জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় ইন্টারভিউ ছাড়া সবটাই হচ্ছে অনলাইনে। নথি যাচাই পর্বে বয়স, শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত বিষয় সংশ্লিষ্ট Technical Experts-রাই দেখছেন। কার কাছে, কোন অংশে যাচ্ছে, কেউ জানেন না। ইন্টারভিউ পর্বে Subject Experts ছাড়া থাকছেন অন্য পেশাদারও। দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কড়াকড়ি। পুরনো বোর্ডের সঙ্গে এই বোর্ডের ফারাক প্রধানত দুটি। এক, পরীক্ষা ব্যবস্থা সেই সময় অনলাইনে চালু হলেও নানা কারণে তা পুরোপুরি করা যায়নি। দুই, নিয়োগ প্রক্রিয়ায় সিনিয়র বিশেষজ্ঞ থাকতেন না। সিনিয়র বিশেষজ্ঞ থাকায় লাভও হচ্ছে। Subject Expert কোনও প্রার্থীর শিক্ষক কিংবা একই কলেজের সিনিয়র হলে পক্ষপাতিত্বের আশঙ্কা থাকে। এই অনিয়ম রুখতে বাকি দু’জন রক্ষাকবচ হতে পারেন। উপস্থিত তিনজনই চেনা বেরনোর সম্ভাবনা প্রায় শূন্য।

তাছাড়া নম্বরের ভাগাভাগি এমনভাবে থাকে যে, কোনও সুনির্দিষ্ট প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব অথবা বঞ্চনা দু’টিই করা বেশ কঠিন। কারণ, নথি এবং যোগ্যতা সংক্রান্ত কাগজপত্রেই থাকে ৮৫ নম্বর। বাকি ১৫ নম্বরের মধ্যে বিশেষ বিশেষজ্ঞের হাতে থাকে ৫ নম্বর। বাকি ১০ নম্বর সম্মিলিতভাবে থাকে বোর্ডের সদস্য ও সিনিয়র অধ্যাপক বা বিশেষজ্ঞের হাতে। প্রার্থীর সন্দেহ দূর করতে তাঁদের প্রাপ্ত নম্বরের শতাংশ হার বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর