এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলতি বছরেই SSC, কয়েক হাজার Group-D পদে হবে নিয়োগ

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিকে ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম ঠিক তখনই রাজ্যের নানা সরকারি দফতরে কয়েক হাজার Group-D পদে হবে নিয়োগের পরীক্ষা হতে চলেছে চলতি বছরেই। কেননা ফের নতুন করে গড়া হচ্ছে Staff Selection Commission বা SSC। এই কমিশনের মাধ্যমেই নিয়োগ হবে কয়েক হাজার Group-D কর্মী। রাজ্য সরকারের নানা দফতরে Group-D পদে কর্মী নিয়োগের জন্য গত ১৭ এপ্রিল নতুন করে West Bengal Staff Selection Commission বা WBSSC গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নয়া কমিশন শুরুতেই রাজ্যের সরকারি অফিসগুলিতে কয়েক হাজার Group-D পদে কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন ৫ মিনিটেই ৫৫টি পরীক্ষা, তাও বিনামূল্যে, বসছে Health ATM

রাজ্যের নানা দফতরের কার্যালয়ে Group-D পদে কর্মী নিয়োগের জন্য ২০১৬ সালের জানুয়ারিতে একটি বিশেষ Recruetment Board গঠন করেছিল রাজ্য সরকার। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক নির্দেশ জারির মাধ্যমে এক অবসরপ্রাপ্ত আমলার নেতৃত্বে ওই বোর্ড গঠন করা হয়। কিন্তু বছর খানেক আগে মন্ত্রিসভাই ওই বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার আগে অবশ্য এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ৬ হাজার Group-D কর্মী নিয়োগ করে। সফল পরীক্ষার্থীদের প্যানেল ২০১৮ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। সেদিন থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকারি অফিসে পরীক্ষার মাধ্যমে স্থায়ী Group-D পদে কোনও নিয়োগ হয়নি। স্বাভাবিকভাবে শূন্যপদের সংখ্যা বাড়ছে। এর আগে Group-D Recruetment Board বোর্ড গঠনের সময় সরকারিভাবে জানানো হয়েছিল, পর্যায়ক্রমে ৬০ হাজার Group-D কর্মী নিয়োগ করা হবে। কিন্তু বোর্ডই উঠে যাওয়ায় তা আর হয়নি। সেই সঙ্গে বিগত বছরগুলিতেও বহু শূন্যপদ তৈরি  হয়েছে। এই বিপুল সংখ্যক শূন্যপদ এবার ধাপে ধাপে পূরণ করবে West Bengal Staff Selection Commission।

আরও পড়ুন বুধবার মালদা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই নতুন কমিশন গঠনের জন্য বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো হয়। তাতে রাজ্যপালের অনুমোদনের পর সরকার নয়া কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে। এই কমিশন গঠনের আইনে বলা আছে, চেয়ারম্যান ও সর্বাধিক ৬ জন সদস্যকে নিয়ে কমিশন গঠন করতে হবে। এই পদগুলিতে কাদের নিযুক্ত করা হবে, তা নিয়ে এখন সরকারি মহলে জোর তৎপরতা চলছে। সম্প্রতি Public Service Commission বা PSC’র মাধ্যমে রাজ্য সরকারের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক স্তরের সরকারি অফিসে ৬ হাজারের বেশি Group-C Lower Division Assistant বা LDA নিয়োগ করা হয়েছে। ২০১৯ সালে PSC এই নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। সরকারি অফিসে LDA’র মোট শূন্যপদের ১০ শতাংশ Group-D কর্মীদের পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হয়। LDA শূন্যপদ তুলনামূলক বেশি থাকায় পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতার Group-D কর্মীরা দ্রুত পদোন্নতি পেয়ে যান। মাধ্যমিক উত্তীর্ণ হলে এবং কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকায় স্থান হয় সংশ্লিষ্ট Group-D কর্মীদের। এরপর কম্পিউটারে টাইপের পরীক্ষায় সফল হলে LDA হতে পারেন তাঁরা। অর্থাৎ, নয়া কমিশনের মাধ্যমে যাঁরা Group-D -তে নিয়োগ পাবেন, খুব তাড়াতাড়ি তাঁরা Group-C’র পদে উন্নীত হওয়ার সুযোগও পাবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর