এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পুজোয় শ্রীভূমিতে ফের যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন। তারপরেই বেজে উঠবে ঢাক। ছেলেমেয়ে নিয়ে ৪ দিনের জন্য মা চলে আসবেন বাপের বাড়ি। আর তাঁর আগমনে উৎসবে মেতে উঠবে মর্ত্যবাসী। একই সঙ্গে কলকাতায় ই এম বাইপাসে(E M Bye Pass) ফিরতে পারে শ্রীভূমির যানজট। ২০২১ সালের পুজোয় উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটি পর্যন্ত ই এম বাইপাসের যানজট যন্ত্রণা সাম্প্রতিককালে প্রায় সকলেরই কাছে স্মরণীয় হয়ে আছে। সেই যানজটের নেপথ্যে ছিল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসুর(Sujit Bose) পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sree Bhumi Sporting Club) পুজো। ২০২১ সালে তাঁদের চমক ছিল দুবাইয়ের ‘বুর্জ খালিফা’। সেই মণ্ডপ দেখতে কার্যত তৃতীয়ার সন্ধ্যা থেকেই মানুষের ভিড় আছড়ে পড়েছিল এই পুজোমণ্ডপের প্রাঙ্গণে। আর সেই হুজুগে মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে গিয়েছে ই এম বাইপাস। চলতি বছরেও সেন যানজটের যন্ত্রণা ফিরতে পারে বলে অনেকেই মনে করছেন। যদিও পুলিশের তরফে এবার আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে যানজট সামলানোর জন্য।

গতবছর ভিড়ের চাপে ই এম বাইপাস স্তব্ধ হয়ে যাওয়ার পিছনে আরও একটা বড় কারণ ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের অনভিজ্ঞতা। কার্যত সেই কারণেই পুজোর সময়ে ই এম বাইপাসে যান শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের(Kolkata Police) হাতে। পাশাপাশি সপ্তমীর রাত থেকেই এই পুজোমণ্ডপে আলোর কারসাজি বন্ধ করে দেওয়া হয়েছিল। অষ্টমি থেকে বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশও। চলতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ, মানে ৫০ বছরের উদযাপন। এবার জুহিত বসুর এই পুজোয় তুএল ধরা হচ্ছে রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের ব‍্যাসিলিকা গির্জা। ইতিমধ্যেই সেই মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাবের সদস্য থেকে কর্তাদের দাবি, তাঁদের এই থিম ও মণ্ডপ এবছরও পুজোপ্রেমিকদের চমক দেবে। বিশ্বের দ্বিতীয় বৃহওম এই গির্জা নির্মাণ করে এবারও হয়তো দর্শকের নিরিখে আবার শ্রেষ্ঠত্বের সম্মান লাভ করবে তাঁদের ক্লাব। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতার একাংশ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের একাংশ। তাঁদের আশঙ্কা এবারেও হয়তো গতবারের মতোই ছবি ফিরতে পারে ই এম বাইপাস এলাকায়।

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে পুজোর(Durga Puja) সময় যাতে ই এম বাইপাস স্তব্ধ হয়ে না পড়ে তার জন্য মহালয়ার সময় থেকেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। ওইদিন থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ই এম বাইপাসের যান শাসনের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে কলকাতা পুলিশের হাতে। সেই সঙ্গে ছোট গাড়ি যাতে বাইপাসে ভিড় করতে না পারে তার ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন এলাকা দিয়ে ছোট গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর