এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বাম-কংগ্রেস বিশ-বিশ, আইএসএফ ২, তৃণমূল একাই ৪২

Courtesy - Google

কৌশিক দে সরকার: বাংলার(Bengal) প্রথম সারির এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, বাংলার মাটিতে ২৪’র ভোটে(General Election 2024) একাই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়ে লড়াই করবে তাঁদের দল। সেই সূত্রে তিনি এটাও জানাচ্ছেন বাংলার মাটিতে আর কোনও জোট হচ্ছে না। আর সেই জোট না হওয়ার দায় তিনি ঠেলে দিয়েছেন কংগ্রেসের ঘাড়েই। বিশেষ করে অধীররঞ্জন চৌধুরীকেই তিনি এই ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন, আর সেটা তাঁর নাম করেই। এই অবস্থায় বাম ও কংগ্রেসের মধ্যে আসন বন্টনের রাস্তাও খুলে গিয়েছে অনেকটাই। শুধু বাম ও কংগ্রেসই নয়, সেই জোটে সামিল হচ্ছে আইএসএফ দলটিও। সূত্রে জানা গিয়েছে বাম(Left) ও কংগ্রেস(INC) দুই দলই রাজ্যে ২০টি করে লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে। ২টি আসনে প্রার্থী দেবে আইএসএফ(ISF)। তবে বামেদের ভাগে পড়া ২০টি আসনের মধ্যে সিপিআই(এম) এবং বাকি ৩ বাম শরিক অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই কটা আসনে লড়াই করবে তা এখনও জানা যায়নি।  

 রাজ্যের ওয়াকিবহাল মহলের দাবি, বাম-কংগ্রেস জোট হলে তৃণমূলের সেই অর্থে কোনও ক্ষতি নেই। কেননা এই জোট ২০১৬ সালের নির্বাচনেও হয়েছিল। তৃণমূল সেই বার একাই লড়াই করেছিল। তাতেই দেখা গিয়েছিল তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল। কংগ্রেস প্রধান বিরোধী দল হিসাবে সব থেকে বেশি বেশি আসন পেয়েছিল। তারপরেই ছিল বামেরা। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। কিন্তু সেই ছবিটা আমূল বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। সেবার বিজেপি একাই পেয়েছিল ১৮টি আসন। তৃণমূল পেয়েছিল ২২টি আসন। ২টি আসন কংগ্রেসের ঝুলিতে গেলেও বামেরা খালি হাতেই দৌড় শেষ করেছিল। আবার একুশের বিধানসভা নির্বাচনে বাম ও কংগ্রেস উভয়ই রাজ্য বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কিন্তু বিজেপি একাই ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে। এবার ২৪’র লড়াই বাংলার মাটিতে মূলত হতে চলেছে তৃণমূল বনাম বিরোধীদের। সেই লড়াইয়ে তৃণমূলের ভোট হারানোর ভয় নেই। যারা একুশে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল তাঁরা ২৪’র ভোটেও দলের পাশে থাকবে। কিন্তু তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে যাবে দুই ভাগে। এক ভাগ পাবে বিজেপি(BJP) অন্য ভাগ পাবে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। এমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের।

বাম-কংগ্রেস-আইএসএফ জোট হওয়ায় সব থেকে বড় ধাক্কা খেতে চলেছে নিঃসন্দেহে বিজেপি। কেননা তৃণমূল বিরোধী ভোটেই থাবা বসাতে চলেছে এই জোট। এমনিতেই একুশের পরবর্তী সব নির্বাচনে গোহারান হেরে চলেছে বিজেপি। নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারছে না তাঁরা। উনিশের জেতা ১৮টি আসনের মধ্যে বিজেপি ২৪’র ভোটে ৫টিও ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের দাবি, বিজেপির পক্ষে বাংলার মাটি থেকে ২৪’র ভোটে ৩টির বেশি আসন পাওয়া খুবই কঠিন। তবে বাম-কংগ্রেস-আইএসএফ জোট হলে রাজ্যের ৫-৬টি জেলার সংখ্যালঘু ভোটের কিছুটা হলেও শাসক শিবিরের হাতছাড়া হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এই জেলাগুলি হল – মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর এবং দুই ২৪ পরগনা। এই ৬টি জেলাতেই কিন্তু রয়েছে ১৫টি লোকসভা কেন্দ্র। এদের মধ্যে ১২টি কেন্দ্রে এই জোটের সঙ্গে তীব্র লড়াই হতে পারে তৃণমূলের। দেখার কথা শেষ হাসি কারা হাসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদ পড়লেন কুণাল

প্রথম চেষ্টাতেই মাধ্যমিক পাশ করে চমকে দিলেন ফুটপাতের প্রিয়া

তীব্র গরমে কলকাতায় বাড়ছে জল সমস্যা,পথে নামল পুরসভা

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

খাস কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, শুরু তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর