এই মুহূর্তে




ভাঙ্গা বাড়ির রাবিশ জমা না দিলে নতুন অনুমোদন নয় : মেয়র




নিজস্ব প্রতিনিধি: অবশেষে এলবিএস দের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। গত ১৮ আগস্ট টক টু মেয়র অনুষ্ঠানে এলবিএস দের নিয়ে মন্তব্যে বিতর্কে দানা বাঁধে । মেয়র বলেন, আসলে এলবি এস রা মানুষ কে মুরগি করে। শুধু তাই নয়, তারা সাধারণ মানুষ দের ব্লাক মেলিং করে বলে অভিযোগ করেন মেয়র। তার পরেই ক্ষোভ উগরে দেন কলকাতা পৌরসংস্থা এল বি এস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা কলকাতা পৌর সংস্থায় বিক্ষোভ দেখান এবং তার এই মন্তব্যে তার কাছে দুঃখ প্রকাশ করার দাবি করেন। আজকে সেই পরিপেক্ষিতে কে এম সি এল বি এস অ্যাসোসিয়েশনের ৫ সদস্য প্রতিনিধি দল মেয়রের(Mayor) সঙ্গে দেখা করেন। বৈঠকের পর সংগঠনের সাধারণ সম্পাদক মানস গুহ মজুমদার জানান, মেয়রের সঙ্গে তাদের সমস্যা মিটে গেছে। মেয়র তাদেরকে জানিয়েছেন যে, তিনি সমস্ত এল বি এস দের উদ্দেশে কিছু বলেননি। শুধুমাত্র যারা এই ধরনের বেআইনি কাজ করছেন তাদের জন্যই শুধুমাত্র তিনি এই মন্তব্য করেছেন বলে জানান কে এম সি এলবিএস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস গুহ মজুমদার(Manas Guha Mazumdar)।

তিনি আরো জানান যে, তারা তাদের কাজ করার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে ও মেয়রকে অবগত করেন। ফলে এল বি এসের নিয়ে বিতর্কে অবসান ঘটেছে বলে দাবি কলকাতা পৌর সংস্থার এল বি এস দের। তবে তাদের দাবি যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা বা অভিযোগ কোনো এল বি এস দের বিরুদ্ধে ঘটলে তার বিরুদ্ধে তাদের সংগঠনের আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবস্থা গ্রহণ করা হবে। এদিন কলকাতা পুরসভার মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,আমরা জনসাধারণকে আমাদের বোরোতে কত গাছ লাগানো হয়েছে ,তার সমস্ত বিবরণ রিপোর্ট আকারে প্রকাশ করে দিচ্ছি । যে শ্বেতপত্র প্রকাশ করার কথা বলে ছিলাম, সেটা আজকে প্রকাশ করলাম।

তিনি আরো বলেন,আমরা সঠিক পরিমাণের ওয়েস্ট পাচ্ছি না। তাই এবার থেকে যে বাড়ি ভাঙ্গা হবে তার ওয়েস্ট রাজারহাটের ওয়েস্ট ম্যানেজমেন্ট -এ জমা দিতে হবে। নাহলে সেই বাড়ি নির্মাণ করার অনুমতি প্রদান করায় দেরি হবে বলে জানান মেয়র। তিনি বলেন,আমরা আশা করছি বএ ছরের মধ্যেই এই নিয়ম কার্যকরী করা হবে।আমরা বিল্ডিংয়ের অনুমতি দেব না ।যদি কেউ তার বিল্ডিং ভাঙ্গার সামগ্রী জমা না দেয়। তাহলে তাদের অনুমতি দেব না বলে জানান মেয়র(Mayor)। তিনি বলেন আইন বলে একটা জিনিস আছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কি না সেটা দেখার কাজ কলকাতা পৌর সংস্থার। আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি যে কোথাও যদি এই ধরেন রাবিশ থাকলে সেটা তাদেরকে দেখতে হবে, বলে জানান মেয়র।

ডেঙ্গু প্রসঙ্গে মেয়রের মন্তব্য, পৃথিবীতে এমন জায়গা রয়েছে সেখানে ডেঙ্গুতে মৃত্যু হয়নি। যখন বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু বাম আমলে একটা মৃত্যু হয়নি। সেটা নয়। আমরা প্রচার করছি জনস্বার্থে। সবটা দেখছি । মানুষকে সচেতন করছি। তার দাবি, আমাদের রাজ্য বাংলাদেশ হবে না ঢাকা হবে না। আগে থেকে ডেঙ্গু অনেক কমে গেছে। আমাদের সাফল্য বিরোধীরা দেখতে পারে না। কিন্তু মানুষ দেখতে পায়।Kiep কাজে আমি এখনও সন্তোষ জনক নেই। যাদের কন্ট্রাক্টরকে ব্লাক লিস্ট করা হয়েছে। কন্ট্রাক্টরকে ব্লাক লিস্ট করা হলে কনসালট্যান্ট দের কেন ব্লাক লিস্ট করা হবে না কেন প্রশ্ন তুললেন মেয়র। আমরা KIEP কাজে একেবারে সন্তুষ্ট নই। তারা কলকাতা পৌরসংস্থা নিয়ম অনুযায়ী কাজ করলে তবেই তাদের কে বরাদ্দ করা হবে। এবার থেকে সমস্ত কাজে ডিজিরা থাকবেন। তারা তাদারকি করবেন বলে জানান মেয়র।সুজিত বসুকে সিবিআইয়ের নোটিশ দেওয়া প্রসঙ্গে মেয়র বলেন,এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুজিত এটা নিয়ে কোনো নোটিশ পায়নি বলে আমাকে জানিয়েছে।রাজ্যপাল(Govonor) প্রসঙ্গে মেয়রের মন্তব্য,পক্ষপাতিত্ব করা রাজ্যপালের কাজ নয়। যেহুতু আগের রাজ্যপালকে দেখা গিয়েছে যে রাজ্যপাল হয়ে উপ রাষ্ট্রপতি হওয়া যায়। সেই পথে সমস্ত রাজ্যপাল অনুকরণ করছেন, মন্তব্য ফিরহাদের।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল

বুধবার সন্ধ্যায় নবান্ন’র সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক

১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

বৈঠকে বসতে ফের মুখ্যসচিবকে ইমেল পাঠাল জুনিয়র চিকিৎসকেরা

ফের আক্রান্ত পুলিশ, বিশ্বকর্মা পুজোর রাতে ট্র্যাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর