এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ, সবাই কী পাবেন! উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার সন্ধ্যায় দেশের বুকে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায়(Coromondol Express Accident) এখনও পর্যন্ত মৃতের(Dead) সংখ্যা ২৯৫। সেই তালিকায় এখনও পর্যন্ত বাংলার(Bengal) ৩১জনের নাম রয়েছে। রেলমন্ত্রী রেলমন্ত্রকের তরফে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ(Compensation) দেওয়ার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মৃতদের পরিবারকে দিচ্ছে ৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকা। তৃণমূল কংগ্রেসের তরফে মৃতদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। সব মিলিয়ে এই দুর্ঘটনায় বাংলা্র যে ৩১জন মারা গিয়েছে তাঁদের পরিবার ১৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় সবাই কী এই ক্ষতিপূরণ পাবেন?

আরও পড়ুন প্রশ্ন ১৩ মিনিটের ব্যবধান, প্রশ্নের মুখে ‘কবচ’ও

কেন উঠছে প্রশ্ন? এখনও পর্যন্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৩১জনের মারা যাওয়ার খবর মিলেছে। যা রাজ্য সরকারের তরফেই শনি সন্ধ্যায় সরকারি ভাবে জানানো হয়েছে। সঙ্গে এটাও জানানো হয়েছে জখমদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১১ জনের বাংলায় চিকিৎসা চলছে। যদিও পরিসংখ্যান বলছে বাংলার ৫৪৪জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। যদিও এই ৫৪৪জনের এখন কোথায় কীভাবে আছেন, কোথায় তাঁদের চিকিৎসা চলছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। আবার একই সঙ্গে নিখোঁজ(Missing) মানুষদের সংখ্যা ১০০’র বেশি শুধু বাংলা থেকেই। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই নিখোঁজ মানুষের সংখ্যা ৪১। এই যে রাজ্যের শতাধিক মানুষ এখনও নিখোঁজ হয়ে গেলেন তাঁরা যদি কোনও দিনও না ফেরেন তাহলে তাঁদের পরিবার কী এই ১৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবেন? এই জায়গাতেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি আরও একটা বড় ঘটনা যে দুর্ঘটনাস্থল থেকে ২৯৫টি দেহ উদ্ধার হয়েছে যার অর্ধেকের বেশি এখনও শনাক্তই হয়নি।

আরও পড়ুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ৩১ বাসিন্দার মৃত্যু

রেলের নিয়মানুসারে যিনি মারা গিয়েছেন তিনি দেহ শনাক্ত করার পরে চিকিৎসক Death Certificate ইস্যু করবেন। সেই Certificate যতক্ষণ না ইস্যু হচ্ছে ততক্ষণ কিন্তু সরকারি ক্ষতিপূরণের অর্থ মিলবে না। মৃতদেহের একাধিক দাবিদার থাকলে কে ক্ষতিপূরণ পাবেন তা আদালত ঠিক করবে। অর্থাৎ যে ৩১জন মারা গিয়েছেন তাঁদের বাইরে যারা থাকছেন নিখোঁজের তালিকায় তাঁদের ক্ষতিপূরণ পাওয়াটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। নিখোঁজদের ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া মোট ১২ লক্ষ টাকা কিন্তু তাঁদের পরিবার পাবে না। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ঘোষিত ৫ লক্ষ টাকা দিতে গেলেও তা নিয়ে আদালতে মামলা হতে পারে, স্থগিতাদেশ আসতে পারে টাকা দেওয়ার ক্ষেত্রে, এমনকি টাকা দেওয়া হলেও তা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হতে পারে। তবে তৃণমূলের ২ লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে এই আইন সমস্যা হবে না।

আরও পড়ুন করমণ্ডল এক্সপ্রেসের চালক সিগন্যাল অনুসরণ করেননি : প্রাথমিক রিপোর্ট

বাংলার যে সব মানুষ এই দুর্ঘটনার পরে নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁদের অনেকের বাড়ি কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সেই সব মানুষদের নিকটজনেদের অনেকেই এখনও বালেশ্বরে গিয়ে পৌঁছাতেই পারেননি। রেলের তরফেই জানানো হয়েছে উদ্ধার হওয়া ১৬০টি দেহের শনাক্তই হয়নি। তাই রেলের তরফে অশান্তকরণ হওয়া দেহের মুখের ছবি ডিজিটালাইজড ভাবে সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার অভিঘাতে অনেক মানুষের দেহ পিষ্ট হয়ে টুকরো টুকরো দেহবাশেষে পরিণত হয়েছে। আবার অনেক দেহ শনাক্তকরণের পর্যায়েও নেই। সেক্ষেত্রে DNA Test ছাড়া গতি নেই। নিকটজনের সঙ্গে সেই Test না মিললে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে না। মনে করিয়ে দেওয়া যায় যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও ১২জনের দেহবাশেষ যেমন DNA Test’র মাধ্যমে শনাক্ত হয়নি তেমনি ২১জন নিখোঁজদের তালিকায় রয়ে গিয়েছেন। এই ৩৩জনের পরিবার কিন্তু কোনও রকম সরকারি ক্ষতিপূরণের অর্থ পাননি। ঘটনার ১২ বছর বাদে নিয়মানুসারে Death Certificate ইস্যু হলে তাঁরা ব্যক্তিগত ক্ষেত্রে যে সব বিমা করিয়েছেন তার টাকা মিললেও সরকারি ক্ষতিপূরণ কিন্তু মেলে না। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় যারা নিখোঁ হয়েছেন তাঁদের পরিবারও কিন্তু এই আইনের গেরোয় পড়ে যেতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর