এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৪’র ভোটে জেতার নয়া অস্ত্র মোদির, অভিন্ন দেওয়ানি বিধি

নিজস্ব প্রতিনিধি: একের পর এক জোট সঙ্গী মুখ ঘুরিয়ে নিয়েছে। একের পর এক সমীক্ষায় আসন কমার ইঙ্গিত। ২০২৪’র মহাযুদ্ধে আদৌ জয়ের মুখ দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে দলের অন্দরেই। পাল্লা দিয়ে দেশে বাড়ছে নিত্যদিনের ব্যবহার্য পণ্য। তাই জয়ের সন্ধানে মোদি সরকারের(Modi Government) মাথায় এসেছে নয়া পরিকল্পনা। ধর্মের নামে দেশ ভাগ আর সম্ভব নয়। কিন্তু মানুষের মধ্যে বিভাজন তো সম্ভব। তাই চলতি বছরের শেষ দিকে সংসদের শীতকালীন অধিবেশনেই অভিন্ন দেওয়ানী বিধি বা Uniform Civil Code আনার পরিকল্পনা করছেন মোদি সরকার। অন্তত বিজেপি(BJP) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। কার্যত এই বিলকে আর ইস্যুটিকে সামনে রেখেই মোদি ব্রিগেড ২০২৪ সালের ভোটে নামতে চাইছে। 

আরও পড়ুন বঙ্গের নয়া রেকর্ড, ৮০ লক্ষ মহিলা নিলেন ২০ হাজার কোটি টাকার ঋণ

সামনেই কর্ণাটক বিধানসভার নির্বাচন। বছরে শেষ দিকে আছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ও মিজোরামের ভোট। ২০১৮ সালে মোদি ম্যাজিক যখন তুঙ্গে, তখনও এই তালিকার একটি রাজ্যেও বিজেপি জয়ী হতে পারেনি। কর্ণাটক ও মধ্যপ্রদেশে পিছনের দরজা দিয়ে ঢুকে সরকার গড়তে হয়েছে তাঁদের। তাই এবার উদ্বেগ বাড়ছে। এই রাজ্যগুলির ফলাফলের সামান্য প্রভাবও যদি ২০২৪ সালের লোকসভা ভোটে পড়ে, তাহলে গরিষ্ঠতা পাওয়াই মুশকিল হয়ে যাবে। তাই কোনও ঝুঁকি নয়। এখন থেকেই চলছে বিভাজনের চিত্রনাট্যের প্রস্তুতি। অভিন্ন দেওয়ানি বিধি আনাতে শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করতে চাইছে বিজেপি। আর তারপর বাজেট অধিবেশন, অর্থাৎ লোকসভা ভোটের ঠিক মুখে সেটি পাশের প্ল্যান প্রায় ফাইনাল। যদিও তৃণমূল(TMC) সহ বিজেপি বিরোধী সব দলই একযোগে এই বিলের বিরোধীতা করতে পারে। সেক্ষেত্রে বিজেপি নির্বাচন পর্যন্ত এই ইস্যু জিইয়ে রেখে তা দিয়ে ভোটের ফায়দা তুলতে চাইবে। তারপর ফের যদি সরকার গড়তে পারে তাহলে কৃষি বিলের মতোই তা প্রত্যাহার করতে পারে আবার তা নিয়ে এগিয়েও যেতে পারে।

আরও পড়ুন ১৫ এপ্রিলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাবে

১৯৯৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিটি লোকসভা ভোটেই বিজেপির নির্বাচনী ইস্তাহারে রয়েছে তিনটি ঘোষিত প্রতিশ্রুতি—রামমন্দির, ৩৭০ অনুচ্ছেদের অবলুপ্তি এবং অভিন্ন দেওয়ানি বিধি। তালিকার দু’টি প্রতিশ্রুতি ইতিমধ্যেই কার্যকর করে ফেলেছে বিজেপি। বাকি রয়েছে তৃতীয়টি। ২০২৪ সালে সেটি হয়ে গেলে জয় নিয়ে সংশয় থাকবে না বলেই বিশ্বাস বিজেপির। অভিন্ন দেওয়ানি বিধির অর্থ – বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির ভাগাভাগি, উত্তরাধিকার, দানের মতো ক্ষেত্রে প্রত্যেক ভারতবাসীর জন্য একই আইন। এই আইন বলবৎ করার দাবি দীর্ঘকালের। প্রধান লক্ষ্য অবশ্যই Muslim Personal Law মুছে দেওয়া। এই প্রত্যেকটি বিষয় তখন আর ওই সম্প্রদায়ের নিজস্ব আইনমাফিক কার্যকর হবে না। Speciel Marriage Act অনুযায়ী বিয়ে না করলে অভিন্ন বিধিই কার্যকর হবে তাদের সমাজে। একইভাবে খ্রিস্টান এবং পার্সিদের ক্ষেত্রেও ব্যক্তিগত আইন আর কার্যকর হবে না। এদেশে প্রত্যেক ধর্মের পৃথক আচার-বিধি রয়েছে। সংবিধান অনুযায়ী, কোনও ধর্মকেই তাদের আচার বা বিধি পালনে বাধা দেওয়া যায় না। এই আইন কার্যকর হলে স্পষ্টতই সমাজে ধর্মীয় মেরুকরণ মাথাচাড়া দেবে। বিরোধীদের অভিযোগ, সেটাকেই ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করবে বিজেপি।

আরও পড়ুন নাকাশিপাড়া থেকে চিকিৎসকের ছদ্মবেশী মাও নেতাকে ধরল এসটিএফ

গোয়ায় অভিন্ন বিধি চালু এবং উত্তরাখণ্ডে সরকারে আসার পর কার্যকরের ঘোষণা করেছে বিজেপি। গত কয়েক বছরে সংসদে Private Member Bill-ও এনেছেন একাধিক বিজেপি এমপি। রাজনৈতিক মহলের মত, এই সবই প্রতিক্রিয়া যাচাইয়ের কৌশল। পাশাপাশি সমাজকে বার্তা দেওয়া, আজ না হয় কাল সরকারিভাবে এই বিল আসছেই। অভিন্ন দেওয়ানি বিল নিয়ে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব, আইন মন্ত্রক এবং বিশেষজ্ঞরা আলোচনা শুরু করে দিয়েছে। সংশয় একটাই। সিএএ নিয়েও বহু প্রচার ও দাবি করেছিল মোদি সরকার। তিন বছর আগে সেই বিল পাশও হয়েছে। তারপরও কিন্তু বিধি তৈরি করতে পারেনি কেন্দ্র। আইনও রয়েছে হিমঘরেই। শেষে এই অভিন্ন দেওয়ানি বিধিও না হিমঘরে চলে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

নির্মাণ বর্জ্য হস্তান্তরের বিল না দেখালে কলকাতায় বন্ধ হবে বাড়ি তৈরির কাজ

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর