এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ছটের পুজো করা যাবে না, কিন্তু যজ্ঞ করা যাবে

নিজস্ব প্রতিনিধি: পরিবেশকর্মী সুভাষ দত্তের মামলার পরিপ্রেক্ষিতে রবীন্দ্র সরোবরে(Rabindra Sarovar) পুজো, পিকনিক বা কোনও ধরনের সামাজিক অনুষ্ঠান পুরোপুরি নিষিদ্ধ করার রায় দিয়েছিল পরিবেশ আদালত(National Green Tribunal)। ২০১৭ সালে পরিবেশ আদালতের নির্দেশে গঠিত ২০ জন সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি ২৮৫ পাতার এক রিপোর্ট দাখিল করেছিল। সেই রিপোর্টের ওপরে ভিত্তি করেই সরোবরে ছট পুজো-সহ কোনও ধরনের পুজো, অনুষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। কিন্তু সেই পরিবেশ আদালতই এবার রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার ছাড়পত্র দিয়ে দিল। অর্থাৎ রবীন্দ্র সরোবরে ছটের পুজো করা যাবে না কিন্তু যজ্ঞ করা যাবে। আর পরিবেশ আদালতের এহেন ছাড়পত্র নিয়েই তীব্র ক্ষোভ দেখা দিয়েছে নানান মহলে।

আরও পড়ুন পারিবারিক পেনশন নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের, সহজ হল আইন

গত ৩০ এপ্রিল রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি চেয়ে সরোবর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা Kolkata Metropolitan Development Authority বা KMDA’র কাছে আবেদন করেছিল এক স্বেচ্ছাসবী সংস্থা। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। তার পরেই সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা কিসের ভিত্তিতে রবীন্দ্র সরোবরে যজ্ঞ করা যাবে না, সেই প্রশ্ন তুলে চলতি মাসে পরিবেশ আদালতে মামলা দায়ের করে। নিজেদের যুক্তির পক্ষে সংস্থাটি National Botanical Research Institute ও Journal of Epilepsy Research’র গবেষণাপত্রের রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টগুলিতে যজ্ঞের ধোঁয়া জীবাণুনাশের পাশাপাশি শ্বাসযন্ত্র ভাল রাখতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে। কার্যত তা খতিয়ে দেখেই জাতীয় পরিবেশ আদালত যজ্ঞের অনুমতি দেয়। মামলার রায়ে আদালত জানায়, সরোবরে পুজো বা অন্য কোনও অনুষ্ঠান নিষিদ্ধ হলেও পরিবেশবিধি মান্য করে যজ্ঞ করতে অসুবিধা নেই। কোনও রকম পুজো, আবর্জনা ফেলা পুরোপুরি নিষিদ্ধ হলেও রবীন্দ্র সরোবরে যজ্ঞ করতে কোনও বাধা নেই। কারণ, যজ্ঞের কারণে লেকের জলের মানের ক্ষতি হয় না। তবে পরিবেশ আদালত সঙ্গে এ-ও জানিয়েছে, যদি এই রায়ে পরিবেশবিধি লঙ্ঘন হয়েছে বলে কেউ মনে করেন, তা হলে তিনি বা তাঁরা আদালতে আবেদন জানাতেই পারেন।

আরও পড়ুন প্রকল্পের রূপায়ণে মেলেনি কোনও ত্রুটি, তবুও আটকে টাকা

আর এই রায় ঘিরেই এখন বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। কেননা রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছিল জাতীয় পরিবেশ আদালতই। কোনও ভাবেই সেখানে যাতে ছট পুজো না হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। যা নিয়ে একাধিক বার বিতর্কও হয়েছে। এখন তাঁরাই আবার যজ্ঞের ছাড়পত্র দিয়ে দিচ্ছে। ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি জানিয়েছেন, ‘রবীন্দ্র সরোবরের দূষণ নিয়ে সব মিল‌িয়ে প্রায় আড়াই হাজার পাতার নথি রয়েছে। তার পরেও সেখানে যজ্ঞের আবেদন কেউ করে কী ভাবে? পরিবেশ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব।’ বিতর্ক দানা বাঁধছে ও তা নিয়ে নয়া মামলা দায়ের হতে পারে দেখে এখন সুর বদল করছে যজ্ঞের আবেদন জানিয়ে মামলাকারী সংস্থাও। যে স্বেচ্ছাসেবী সংস্থা যজ্ঞের অনুমতি চেয়ে মামলা দায়ের করেছিল জাতীয় পরিবেশ আদালতে, তার সভাপতি পরমেশ্বের শাহ এখন জানাচ্ছেন যে, রবীন্দ্র সরোবরে যে তাঁরা যজ্ঞ করবেনই, এমন কোনও নিশ্চয়তা নেই। কিন্তু যে যুক্তিতে তাঁদের যজ্ঞের আবেদন KMDA খারিজ করে দিয়েছিল, তা যে ঠিক নয়, তা প্রমাণ করতেই তাঁরা জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেন। তাঁর কথায়, ‘সমস্ত রকম পুজো রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ তা আমরা জানি। কিন্তু যজ্ঞের ধোঁয়ায় পরিবেশের কোনও ক্ষতি হয় না। বরং তা পরিবেশবান্ধব। এটা প্রমাণ করার জন্যই মামলা করেছি। এই মুহূর্তে সেখানে যজ্ঞ করার কোনও কর্মসূচি আমাদের নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

রবিবার কলকাতায় ৪৪ বছরের গরমের রেকর্ড ভাঙতে চলেছে, তাপমাত্রা পৌঁছবে ৪২ ডিগ্রির ঘরে

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম আপিলের শুনানির সম্ভাবনা ৩ মে

৫০ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী

মিউটেশন আছে মানেই সেই ফ্ল্যাট বৈধ এমন নয়, প্রচারে হাওড়া পুরনিগম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর