এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুধুই কী পবন, নাকি তালিকায় আছে আরও, চিন্তায় বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে সোম বিকালে শ্যামনগরে(Syamnagar) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাত ধরেই তৃণমূলে(TMC) পা রাখতে চলেছেন অর্জুন পুত্র পবন(Pawan Singh)। এই ফুল বদল যে ঠেকানো সম্ভব নয় সেটা কার্যত প্রকাশ্যে স্বীকারই করে নিচ্ছেন বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারা। তবে তা নিয়ে তাঁদের চিন্তা খুব একটা নেই। চিন্তা তাঁদের আরও জন ২৫ বিধায়কদের নিয়ে, যারা যে কোনওদিন ফুল বদল করে নিতে পারেন। এই ২৫ বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব যে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন সেটা বঙ্গ বিজেপি নেতৃত্ব বেশ ভালই বুঝতে পেরেছেন। এদের ধরে রাখতে দলের তরফে বেশ কিছু পদও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যে এদের দীর্ঘদিন ধরে রাখা যাবে না সেটা এখন বিলক্ষণ বুঝতে পারছেন তাঁরা। বরঞ্চ তাঁদের সন্দেহ এদিন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার শ্যামনগরে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক যে সভা করতে চলেছেন সেখানে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং একা তৃণমূলে যোগ দেবেন না। সঙ্গে আরও ২-৩ জন বিজেপি বিধায়ক থাকতে পারেন।

গত শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় সভা করতে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, তৃণমূল দরজা খুলে দিলে বাংলাতে বিজেপি দলটাই উঠে যাবে। অভিষেকের এই দাবি যে নিছক চমকানো নয় সেটার ভালই আন্দাজ পেতে শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। সেই জল্পনা উস্কে তৃণমূল সাংসদ সৌগত রায় আবার জানিয়ে দিয়েছেন, ‘বেশ কয়েকজন বিজেপি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই তালিকায় আছেন সাংসদ, বিধায়ক অনেকেই। একটু নজর রাখুন, আগামী দিন কারা আসতে চলেছেন।’ বঙ্গ বিজেপি হিসাব জন ২৫ কী ৩০জন বিধায়ক এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আর তৃণমূল সূত্রে খবর, সবাইকে একসঙ্গে দলে নাও নেওয়া হতে পারে। তবে আগামী বছরের আগস্ট মাসের আগেই ওই সব বিধায়ককে দফায় দফায় দলে নিয়ে নেওয়া হবে। কারণ আগামী বছরের আগস্ট মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬টি আসন ফাঁকা হবে। কার্যকালের মেয়াদ শেষ হবে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব ও প্রদীপ ভট্টাচার্যের।

এই ৬জনের মধ্যে প্রথম ৫জনই তৃণমূল সাংসদ। প্রদীপবাবু কংগ্রেসের। খাতায় কলমে বিজেপির এখনও বিধায়ক সংখ্যা ৭৫। কিন্তু এদের মধ্যে ৫জন আগেই তৃণমূলে চলে এসেছেন। এদিন পবনও তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই হিসাবে বিজেপির হাতে থাকছেন ৬৯জন। কিন্তু আদতে বঙ্গ বিজেপির হাতে রয়েছেন মাত্র ৩০ থেকে ৩৫জন বিধায়ক। বাকিরা যোগাযোগ রেখে চলেছেন তৃণমূলের সঙ্গে। আগামী বছর রাজ্যসভার ৬টি আসনে যখন নির্বাচন হবে তখন আসন সংখ্যার হিসাবে বিজেপির ১টি আসনে জয় নিশ্চিত। কিন্তু সেই জয়ও আটকাতে ছক কষে ফেলেছে তৃণমূল। ওই নির্বাচনের আগেই বিজেপি জন ৩০ বিধায়ককে দফায় দফায় তৃণমূল নিয়ে আসা হবে যার প্রক্রিয়া এদিন থেকেই শুরু করা হচ্ছে। যদিও খাতায় কলমে তাঁরা বিজেপি বিধায়কই থাকবেন। যদি কোনও কারণে এদের বিধায়ক পদ চলেও যায় তাহলেও উপনির্বাচনে এদের জিতিয়ে আনআর বিষয়ে আত্মবিশ্বাসী রয়েছে তৃণমূল। আর এখানেই কার্যত রাতের ঘুম ছুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নওশাদের জমি কাড়তে এবার ভাঙড়ে জনসভা অভিষেকের, ত্রস্ত আইএসএফ

দক্ষিণ কলকাতায় প্রকাশ্য রাস্তায় যুবতী ও তার বন্ধুর ওপর দুষ্কৃতীদের হামলা

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের তিন কর্মীকে তলব লালবাজারের

মুর্শিদাবাদে রাম নবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারল না এনআইএ

মেয়ের বয়সি মহিলাকে চাকরি দেওয়ার নামে শ্লীলতাহানি করেছেন, বোসকে খোঁচা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর