এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

LIVE: অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করল হাইকোর্ট, ফেরাতে হবে বেতনের টাকা

সন্ধ্যে ৬টার আপডেট: দীর্ঘ ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জিজ্ঞাসাবাদ চলছে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। সিবিআই দফতর নিজাম প্যালেসে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 

৩টে ৫০ মিনিটের আপডেট: অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের জন্য বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুক্রবার আদালতে নিয়োগের সেই বিজ্ঞপ্তিকে ভুয়ো বলল সংশ্লিষ্ট মামলাকারীরা। একইসঙ্গে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানান মামলাকারীরা। ‘বিজ্ঞপ্তিতে কেন লেখা হয়েছে যে মামলার ওপর চাকরির ভাগ্য নির্ভর করবে’? আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীরা। সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, ‘র‍্যাঙ্ক জাম্প করার জন্য যারা চাকরি পাননি, তারা চাকরি পাবেন’। ‘মামলাকারীদের চাকরি দিয়ে তদন্ত বন্ধ করতে চাইছে রাজ্য। ভুয়ো নিয়োগ বাতিল হলে বাকিরা এমনিতেই চাকরি পাবে। তার জন্য অতিরিক্ত পদ তৈরি করার প্রয়োজন নেই,’ দাবি মামলাকারীদের।

১২টা ৭ মিনিটের আপডেট: হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে অঙ্কিতা অধিকারীকে। ২০১৮ সালে ‘শিক্ষক’ হিসাবে কাজে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত যত টাকা  বেতন পেয়েছেন তা দুটি কিস্তিতে ভাগ করে প্রথম কিস্তির টাকা ৭ জুনের মধ্যে ফেরত দিতে হবে মন্ত্রী-কন্যাকে।  একইসঙ্গে আদালতের আরও নির্দেশ, এখন থেকে অঙ্কিতা নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারবেন না। 

১২টার আপডেট: পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে চাকরিতে যোগ দানের পর থেকে এখনও পর্যন্ত যে বেতন পেয়েছেন, দুটি কিস্তিতে তা ফেরত দিতে হবে আদালতে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

১১টা ৫০ মিনিটের আপডেট: শুক্রবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, তিনি যে স্কুলে চাকরি করছিলেন, সেই স্কুলে কি এখনও চাকরি করছেন? আদালতের নির্দেশের পর অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেয়নি এসএসসি, সেই প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১০টা ৫৪ মিনিটের আপডেট: এসএসসি অফিসের মেন সার্ভার অফ করে বিছিন্ন করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। যাতে কেউ কোথাও থেকে কোনও ভাবে সেটা ব্যবহার করতে না পারে। সার্ভারের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কম্পিউটারের সংযোগও এদিন বিচ্ছিন্ন করে দেন সিবিআই আধিকারিকরা।

১০টা ৩৭ মিনিট: সিবিআই দফতর নিজাম প্যালেসে  পৌঁছলেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। গাড়ি থেকে নেমে সিবিআই দফতরে ঢুকে যান মন্ত্রী। বৃহস্পতিবারের পর শুক্রবার শিক্ষা প্রতিমন্ত্রীকে আবার তলব করেছিল সিবিআই। সেই তলবের প্রেক্ষিতে এদিন নিজাম প্যালেসে হাজির হন তিনি।  ১১টার আগেই তিনি পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। 

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করল সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমএলএ হস্টেল যান তিনি। ওইদিন তাঁকে প্রায় ৩ ঘণ্টা ধরে দু দফায় জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ায় শুক্রবার আবার তাঁকে তলব করল সিবিআই। শুক্রবার সকাল ১১টার পর তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর