-273ºc,
Saturday, 3rd June, 2023 3:32 am
নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগে দুর্নীতি বাম জমানাতেও হত বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার বাম সরকারের প্রাক্তন তথা সিপিএমের প্রাক্তন বিধায়ক রেজ্জাক মোল্লার (Rejjak Molla) গলাতেও শোনা গেল সেই সুর। বাম আমলে কেউ পার্টির হোলটাইমার হলে তাঁকে চাকরি দেওয়ার চেষ্টা করা হতো বলে মন্তব্য করলেন এক সময়ের দাপুটে নেতা।
সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রাক্তন বাম নেতা রেজ্জাক মোল্লা বলেন, ‘বাম আমলে শিক্ষায় এত দুর্নীতি ছিল না। তবে কোনও ছেলেকে যদি হোলটাইমার করা হতো তখন তার বউকে বা নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার চেষ্টা হতো।’ এই সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। ‘চাষার ব্যাটা’ বলেন, ‘একটা ছেলে হোলটাইমার হয়ে মাসে ২-৩ হাজার পাবে তাতে তো তার সংসার চলবে না। কাজেই সেখানে বিকল্প হিসাবে তাঁর নিকট আত্মীয় বা স্ত্রীকে চাকরি দিলে একটা সুরাহা হতো।’ একইসঙ্গে ‘বাম আমলে এরকম দুর্নীতি হয়নি’ বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য রাজ্যে পালাবদলের পর সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস যোগ দেন রেজ্জাক মোল্লা। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৬ সালে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হন তিনি। প্রসঙ্গত সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন রেজ্জাক মোল্লা। যার ফলে দলের মধ্যে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছিল সেই সময়। তবে প্রাক্তন দল সিপিএম সম্পর্কে তিনি বলেন, ‘২০১১ সালের আগে সিপিএম পার্টিটা ছিল আন্দোলন নির্ভর, সংগঠন নির্ভর। তারপর আস্তে আস্তে দেখলাম সরকার নির্ভর হয়ে যাচ্ছে। তখন থেকেই আমি শুরু করলাম সরে আসতে।’