32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:44 pm
নিজস্ব প্রতিনিধি: পরপর দু’দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র। ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চন’ (INDIA: THE MODI QUESTION) প্রথম দিন দেখিয়েছে এসএফআই। আর দ্বিতীয় দিন এই তথ্যচিত্র প্রদর্শন করেছে আইসা। আজ স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছে এই তথ্যচিত্র। তবে মাঝে বাধ সেধেছিল ‘চক্রান্ত’। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। বামছাত্র সংগঠন জানাচ্ছে, আবারও প্রদর্শন করা হবে বিবিসি’র এই তথ্যচিত্র।
এসএফআই- এর পক্ষ থেকে বলা হয়েছে, এবার আরেকদিন আরও বড় করে এই তথ্যচিত্রের দু’টি ভাগ প্রদর্শিত হবে। তা হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই। আজ জেনারেল কমন রুমে তথ্যচিত্রটি দেখানো হয়। তবে শুরু হয়েছিল সামান্য দেরি করে। এদিকে তথ্যচিত্র দেখানোর ৩০ মিনিট পরেই হয় ‘পাওয়ার কাট’। এরই মাঝে সময় পেরিয়ে যাওয়ায় সাউন্ড বক্স নিয়ে যাওয়ার জন্য আসে লোক। তবে বিদ্যুৎ ফিরে এলে ফের পরবর্তী অংশ থেকে প্রদর্শনী শুরু হয়। দর্শক ছিলেন প্রায় ৬০ জন মতো। এসএফআই জানাচ্ছে, এই পাওয়ার কাট আদৌ বিদ্যুৎ বিভ্রাট নয়। ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। বলা হয়েছে, এজন্যই আবারও অন্য আরেকদিন প্রদর্শিত হবে এই তথ্যচিত্র। আর তা হবে আরও বড় করে।
আরও পড়ুন: মোদির তথ্যচিত্র প্রদর্শনে বাধার ঘটনায় উত্তপ্ত প্রেসিডেন্সি, যাদবপুরে দ্বিতীয় দিনেও স্ক্রিনিং
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সি। দেওয়া হয় স্লোগান। সব মিলিয়ে শেষ পর্যন্ত তথ্যচিত্র দেখানো হলই। এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে।