এই মুহূর্তে




রাজীবের চ্যালেঞ্জের আশঙ্কায় আগেই সুপ্রিম কোর্টে হাজির শুভেন্দু




নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা মামলায় আগেভাগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা শীর্ষ আদালতে যাওয়ার আশঙ্কাতে আগেভাগেই দৌড়লেন শুভেন্দু। শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন। 

রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যেতে পারতেন রাজীব। তাই আগেই পৌঁছলেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কায় কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু।

কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট করানোর নির্দেশ দেয়। তবে শুভেন্দুর অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। ফলে আদালত অবমাননার মামলা দায়ের করেন শুভেন্দু। এরপরেই রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

ফলে রাজীবকে সশরীরে আদালতে এসে জানাতে হবে কেন আদালতের নির্দেশ অমান্য করেছিলেন তিনি। এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যেতে পারতেন রাজীব। তার আগেই ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে নির্বাচন কমিশনার রাজীব সিনহা যদি মামলা করেন তবে উভয় পক্ষের বক্তব্যই শুনতে হবে সুপ্রিম কোর্টকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ