নিজস্ব প্রতিনিধি: এবার বঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ইতিমধ্যে গত ১৯৭৮ সালেও এত বৃষ্টি হয়নি।নবান্নে আধিকারিকরাও তাই বলছেন ,২০২১ সালে আসানসোলে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন সেখানে ৪২ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। এবার সেখানে ৫২ সেন্টিমিটার বৃষ্টি অস্বাভাবিক। পশ্চিম মেদিনীপুরের বৃষ্টি হয়েছে ৫২ সেন্টিমিটার। যে নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের(Jharkhand) দিকে অগ্রসর হচ্ছে তার দরুন শনিবারের আগে আবহাওয়ার উন্নতি হওয়ার কোন সম্ভাবনা নেই।
ফলে আরও ৪৮ ঘন্টা বঙ্গে দুচোখ জারি যে থাকবে সে ব্যাপারে নিশ্চিত আলিপুর আবহাওয়া দফতর। সিকিম দক্ষিণ ছত্রিশগড় এই এলাকায় যে বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা বিস্তার রয়েছে তার দরুন আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় উপত্যকা সহ সিকিম ঝাড়খন্ড বিহার এই এলাকায় ও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ৮ই অক্টোবর পর্যন্ত দুর্যোগ জারি থাকবে। বৃহস্পতিবার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সিকিম ও হিমালয় পার্বত্য এলাকায়।সেই সাথে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ আগামীকাল। ৫ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাউথ ২৪ পরগনা, নর্থ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদও নদীয়াতে।
নর্থ বেঙ্গল – এর ক্ষেত্রে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টি(Heavy Rain) হবে কালিম্পং, জলপাইগুড়িতে এবং সেই সাথে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কোচবিহারে। মালদা এবং সাউথ দিনাজপুরে আগামীকাল ৫ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোচবিহার আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটার থেকে বেশি ৬ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোচবিহার এবং আলিপুরদুয়ারে সতর্কবার্তা যদি বলা হয়, নর্থ বেঙ্গল এর ক্ষেত্রে আজ সমস্ত জেলায় লাল সর্তকতা (Red Alert)থাকছে কোচবিহার ,আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এবং কমলা ওয়ারনিং রয়েছে কালিংপং জেলাতে।পাহাড়ে কিছু কিছু জায়গায় ভূমিধসের ও সম্ভাবনা থাকছে ।জল জমার সতর্কতা থাকছে।
সেই সাথে ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাবে সাউথ বেঙ্গল ও কিছু কিছু জায়গায় জলমগ্ন হবার অর্থাৎ ওয়াটার লক হওয়া পরিস্থিতি দেখা যেতে পারে। আজ এবং আগামীকাল কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ৬ অক্টোবর দুপুরের পর থেকে ওয়েদার ইম্প্রুভ করা শুরু হবে সাউথ বেঙ্গলে এবং ৭ অক্টোবর থেকে নর্থ বেঙ্গলে ওয়েদার ইম্প্রুভ করা শুরু হবে সিকিমে। ভারী বৃষ্টির রিয়েলাইজ হয়েছে ১৩ সেন্টিমিটার ,নামছি ১১ সেন্টিমিটার ,কালিম্পং – এ ১৩ সেন্টিমিটার, দার্জিলিঙে ১২ সেন্টিমিটার।