এই মুহূর্তে




শীতে চোখের অ্যালার্জি কীভাবে প্রতিরোধ করবেন?

নিজস্ব প্রতিনিধি : শীতকালে অ্যালার্জির নতুন বিষয় নয়। হাঁচি, কাশি থেকে শুরু করে চোখ দিয়ে জল পড়ার মত ঘটনা শীতকালে ঘটে। এই সময় অ্যালার্জিজনিত সমস্যা বৃদ্ধি পায়। চোখেও অ্যালার্জির প্রবণতা থাকে এই সময়ে। গরম থেকে রেহাই পেতে শীতের জন্য অপেক্ষা করেন বহু মানুষ। কিন্তু এই শীত অনেকের কাছেই বিভীষিকা হয়ে থাকে। নানা ধরনের সংক্রমণ হয়ে থাকে এই সময়। তার মধ্যে অন্যতম চোখে অ্যালার্জি। এটি অ্যালার্জিক কনজাংটিভিটিস নামে পরিচিত। শীতকালেই মূলত এটি হয়ে থাকে।

এটি চোখের বিশেষ অসুখ। হাওয়ার মাধ্যমে এই অ্যালার্জি হতে পারে। ধুলো, পোষ্যর লোম সহ একাধিক বিষয়ের কারণে এই সংক্রমণ হতে পারে। শীতের সময় ঘরের পোষ্যদের লোম ঝরে। তার থেকে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। চোখের অ্যালার্জির সব থেকে সাধারণ উপসর্গ হিসেবে দেখা যায় চুলকানি। চোখে অসহ্য চুলকানি হতে থাকে।সঙ্গে চোখ লালও হয়ে ওঠে। চোখ দিয়ে জল পড়ার মতো ঘটনাও ঘটে। জানা যায়, চোখের মধ্যে থাকা রক্তনালীগুলো ফুলে যায়। এরফলেই অস্বস্তি বোধ হয়। চোখে জ্বালা করা থেকে লাল হয়ে যায়। চোখ দিয়ে জল পড়ে। শীতকালে একাধিক কারণে চোখে অ্যালার্জি হতে পারে। তারমধ্যে অন্যতম, ইনডোর হিটিং, দরজা জানলা বন্ধ রাখা, ঘরে পোষ্যের লোম, গাড়িতে যাতায়াত, ধুলো বালি লাগা।

চোখ শুষ্ক থাকে। আর অ্যালার্জির দাপটও বৃদ্ধি পায়। এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে ঘর পরিষ্কার রাখতে হবে। ধুলোময়লা জমতে দেওয়া যাবে না। হেপা ফিল্টারসহ এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হবে। কিছুক্ষণের জন্য হলেও জানালা খুলে দিতে হবে, যাতে বায়ু চলাচল করতে পারে। অনেকে অভ্যাস থাকে চোখে বার বার হাত দেওয়া। সেটা বন্ধ করতে হবে। চোখের শুষ্কতা ও অস্বস্তি এড়াতে হিউমিডিফায়ার ব্যবহার করা উচিত। আয়ুর্বেদিক আই ড্রপ ব্যবহার করতে হবে। সবকিছুর পরেও সমস্যা থাকলে চোখের বিশেষজ্ঞদের দেখাতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখে মেচেতার দাগ নিয়ে চিন্তায় জেরবার, রইল ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান

 খালিপেটে এক কোয়া রসুন খেয়েই করুন উচ্চ রক্তচাপ-কোলেস্টেরলের মতো একাধিক সমস্যার সমাধান

শীতকালের সব্জির মধ্যে গুরুত্বপূর্ণ বাঁধাকপি, এটি শরীরের জন্য কতটা ভালো?

বাড়িতে ঘন ঘন সমস্যা? হতে পারে আপনার জমিতে বাস্তু দোষ রয়েছে, জেনে নিন প্রতিকার

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ