-273ºc,
Friday, 2nd June, 2023 7:47 pm
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: দুর্গাপুজোয় বিশ্বের উচ্চতম বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফার রেপ্লিকা তৈরি করে নজর কেড়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কালীপুজোয় জলপাইগুড়িতে তৈরি হয়েছিল বুর্জ খলিফা। এবার জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে বুর্জ খলিফা মণ্ডপ তৈরি করে চমক দিল স্বীকৃতি ক্লাব। মণ্ডপ দেখতে ভিড় জমেছে ইতিমধ্যেই। হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।
কারোর নকল নয়, কৃষ্ণগরের বুর্জ খালিফা মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছিল দুর্গাপুজোর পর থেকেই। ক্লাবের তরফে জানানো হয়েছে, দশমীর পরই খুটিপুজো হয়। এরপর শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। প্রায় সত্তর থেকে আশি জন কারিগর কাজ দিন-রাত এক করে কাজ করেছেন। প্রশাসনের পরামর্শ মেনে করোনাবিধি অনুযায়ী মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপে মোট ছ’টি গেট তৈরি করা হয়েছে। দু’টি গেট দর্শনার্থীদের ঢোকার জন্য। চারটি গেট মণ্ডপ থেকে বের হওয়ার জন্য।
কলকাতার বুর্জ খলিফায় এত ভিড় হয়েছিল যে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়েছিল। বিধাননগর রোড স্টেশনে ট্রেন না দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। তবুও অষ্টমীর রাতে বন্ধ করে দিতে হয় শ্রীভূমির মণ্ডপ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কৃষ্ণনগর স্বীকৃতি ক্লাব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতা থেকে ৩৫ জন বাউন্সার নিয়ে যাওয়া হয়েছে। ভিড় সামলাতে তাঁদের সাহায্য করছেন ক্লাবের সদস্যরা। সব মিলিয়ে ভিড়ে এই ক্লাব এবার টেক্কা দিয়েছে কৃষ্ণনগরের সমস্ত জগদ্ধাত্রী পুজো কমিটিকে।