28ºc, Haze
Friday, 24th March, 2023 9:08 pm
আন্তর্জাতিক ডেস্ক: বিমান আকাশে চক্কর কাটল ১৩ ঘণ্টা। যেই বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল, ১৩ ঘণ্টা চক্কর কেটে যাত্রী নিয়ে ফিরল সেই বিমানবন্দরে। খবর ফক্স নিউজের।
জানা গিয়েছে, এমেরিটস বিমানের EK448 বিমানটির দুবাই থেকে অকল্যান্ড যাওয়ার কথা ছিল। সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে রওনা দেয়। সাড়ে নয় হাজার মাইল যাওয়ার পর আবার বিমান দুবাই ফিরে আসে।যাত্রীদের কাছে বিমান সংস্থার তরফ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, আমাদের কাছে যাত্রী নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অকল্যান্ড রানওয়ে ডলে ডুবে রয়েছে। ওই অবস্থায় বিমান অবতরণ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাই, পাইলট দুবাই বিমানবন্দরে অবতরণের ঝুঁকি নিতে চাননি। যাত্রীরা রীতিমতো বিস্মিত।
অন্যদিকে অকল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়েতে জল থাকায় তাদের পক্ষে বিমান অবনতির জন্য অনুমতি দেওয়া সম্ভব হয়নি। রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ধরে নেওয়া যেতে পারে। কতটা ক্ষতি হয়েছে, সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে বোঝা যাবে। আপাতত অকল্যান্ড বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া যাচ্ছে না।
জানা গিয়েছে, রানওয়েতে জল জমে থাকায় কোনও বিমানকেই অবতরণের জন্য অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডে সাম্প্রতিক বৃষ্টি অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বানভাসী নিউজিল্যান্ডের ছবি। বাসিন্দারা জলবন্দি। জলবন্দি এলাকার মানুষদের অপেক্ষাকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার কাজ চলছে। ।
আরও পডু়ন ৮৩-তে প্রথম বিমান সফর প্রবীণার, কারণ জানলে অবাক হবেন