এই মুহূর্তে




মাহিন্দ্রা থর নিয়ে সোজা রেললাইনে বৃদ্ধ চালক! হাড় হিম কাণ্ড নাগাল্যান্ডে, রইল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: রেললাইন ধরে সশব্দে ছুটে আসছে ট্রেন নয় বরং একটি এসইউভি (SUV)! গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এমনই এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী থাকল নাগাল্যান্ডের ডিমাপুর। বিজ্ঞাপনের মায়াজালে ভুলে মানুষ কি না করে বসে! পাহাড়, জঙ্গল, দুর্গম স্থানে গাড়ি চালানোর বিজ্ঞাপনের দৃশ্য আমরা হামেশাই দেখি এবার সেই দৃশ্যকে ফুটিয়ে তুলেই মেইন রেললাইনে উঠে পড়ল একটি মাহিন্দ্রা । এই বিপজ্জনক কাণ্ড ঘটানোর দায়ে পুলিশ ৬৫ বছর বয়সী চালক থেপফুনেইতুও-কে গ্রেফতার করেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। ডিমাপুর রেলস্টেশনের অদূরে, বার্মা ক্যাম্পের পুরনো ফ্লাইওভার সংলগ্ন এলাকায় হঠাৎই ১ নম্বর লাইনে উঠে পড়ে ওই গাড়িটি। কালো রংয়ের ওই মাহিন্দ্রা থর গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর NL-01/CA-8181। রেললাইনের পাথুরে পথে কিছুদূর যাওয়ার পরেই গাড়িটি লাইনের মাঝে আটকে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ডিমাপুর পুলিশ এবং রেলওয়ের আধিকারিকরা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। চালক থেপফুনেইতুও, যিনি ডিমাপুরের সিগন্যাল আঙ্গামি এলাকার বাসিন্দা, তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশের কড়া পদক্ষেপ

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ট্রাফিক আইন এবং রেলওয়ের নিরাপত্তা বিধির চরম লঙ্ঘন। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে রেলওয়ে অ্যাক্টের ১৫৩ এবং ১৪৭ ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর 346/2025)। ডিমাপুর পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) ও পিআরও এই ঘটনাকে ‘চরম অবহেলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “রেললাইনে অনধিকার প্রবেশ শুধু বেআইনিই নয়, এটি নিজের জীবনের পাশাপাশি ট্রেনের যাত্রী এবং রেলের সম্পত্তির জন্যও মারাত্মক বিপজ্জনক।”

সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা হতবাক। কেউ কেউ মাহিন্দ্রা থার চালকদের ‘অ্যাডভেঞ্চার’ মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন X ব্যবহারকারী লিখেছেন, “ইদানিং থার চালকদের এসব কী হচ্ছে? রাস্তা ছেড়ে রেললাইন কেন?” আবার কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রেন চলে আসলে কী ভয়াবহ পরিস্থিতি হতে পারত!

সৌভাগ্যবশত, গাড়িটি সঠিক সময়ে সরিয়ে নেওয়ায় কোনও ট্রেন চলাচল ব্যাহত হয়নি বা কোনও প্রাণহানি ঘটেনি। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, রেললাইনের আশেপাশে এমন বিপজ্জনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে। দেখে নিন, ওই হাড় হিম করা দৃশ্য-

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে রাতেই চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

ঠাঁই হবে না, প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিল বিএসএফ

ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ