-273ºc,
Friday, 9th June, 2023 4:27 am
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ফরমানে পাঠ্য পুস্তক থেকে বাদ গিয়েছে মোঘল সময়। উদ্ধার হয়েছে সেই মোঘল আমলেরই (MUGHAL PERIOD) প্রায় ৪০০ মুদ্রা। তাও আবার যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে। এতে আপ্লুত ইতিহাসবিদরা।
উত্তরপ্রদেশের সাহারানপুরের নানৌতা এলাকায় মাটি খোঁড়া হচ্ছিল মন্দির নির্মাণের কাজের জন্য। জানা গিয়েছে, মন্দিরের দেওয়ালের ভিত তোলার জন্যই খোঁড়া হচ্ছিল মাটি। সেই সময় শ্রমিকরা পান প্রায় ৪০০টি সোনালি মুদ্রা। ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে মুদ্রাগুলিতে আরবি হরফে লেখা আছে। ওই সমস্ত মুদ্রা মোঘল আমলের।
পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন এই প্রসঙ্গে বলেন, গত রবিবার রাতে হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরের পাঁচিল তোলার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। তখনই উদ্ধার হয় মুদ্রাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিজেদের হেফাজতে নেয় সেই মুদ্রাগুলি।
খবর, জাতীয় প্রত্নতাত্ত্বিক দফতরকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ওই মুদ্রাগুলি পরীক্ষা করবে সংশ্লিষ্ট দফতর। ইতিহাস উদঘাটন করতে হতে পারে খননকাজও।