এই মুহূর্তে




যৌন সঙ্গমে বাধা, রাগে ছাদ থেকে স্ত্রীকে ছুড়ে ফেললেন পাষণ্ড স্বামী

নিজস্ব প্রতিনিধি, ঝাঁসি: অসহায় মহিলাদের প্রতি পুরুষত্ব দেখানো তথাকথিত পুরুষদের স্বভাবজাত প্রবৃত্তি। অনেক ক্ষেত্রেই বিবাহিতা স্ত্রীকে যৌনদাসী ভেবে বসেন অনেক পতি দেব। ফলে স্ত্রীর সঙ্গে যা খুশি করাকে অধিকার হিসাবেই ধরে নেন। উত্তরপ্রদেশের ঝাঁসিতেও ঘটেছে তেমনই এক হাড়হিম করা ঘটনা। যৌন লালসা মেটাতে স্ত্রীর উপরে চড়াও হয়েছিলেন স্বামী। কিন্তু যৌন সঙ্গমে রাজি হননি স্ত্রী। বাধা দিয়েছিলেন। ব্যস আর যায় কোথায়? জেগে উঠল স্বামীর পৌরুষত্ব। স্ত্রীকে ছাদে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিলেন নিচে। কোনও ক্রমে প্রাণে বেঁচে থাকলেও আপাতত হাসপাতালের শয্যায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন নির্যাতিতা স্ত্রী।

ঝাঁসির মউ রানিপুর থানার বাসিন্দা নির্যাতিতা মহিলা তেজা পুলিশকে জানিয়েছেন, তিন বছর আগে ২০২২ সালে মুকেশ আহিরওয়ার নামে এক যুবককে বিয়ে করেছিলেন। এক সঙ্গেই সারা জীবন কাটানোর শপথ নিয়েছিলেন। প্রথম বছর ভালই কেটেছিল দাম্পত্য জীবন। কিন্তু তার পরেই বিপত্তি। ঘর ছেড়ে অন্যত্র থাকা শুরু করেন মুকেশ। মাঝে মধ্যে বাড়ি আসতেন। আর যখনই আসতেন তখনই মারধর করতেন স্ত্রীকে। দীর্ঘদিন বাদে গত সোমবার ফের বাড়ি ফেরেন মুকেশ। বাড়ি ফিরেই তেজার উপরে চড়াও হন। একপ্রস্থ মারধর করেন। জোর করে যৌন সঙ্গমে লিপ্ত হন। গতকাল মঙ্গলবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জোর করে মুকেশ যৌন সঙ্গমের চেষ্টা করায় বাধা দেন তেজা। তাতেই রেগে লাল হয়ে যান মুকেশ। এর পরে মুকেশ ও তার বাবা-মা জোর করে তেজাকে ছাদে নিয়ে যায়। সেখান থেকে ঠেলে নিচে ফেলে দেয়।

চি‍ৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা দেখতে পান, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তেজা। পড়শিরাই ধরাধরি করে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তেজাকে ঝাঁসি মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকি‍ৎসকরা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

দেশ জুড়ে নাশকতা চালানোর আগেই মোদির রাজ্যে পাকড়াও ৩ আইএস সন্ত্রাসী

মদের নেশায় চুর‌ হয়ে নিজের ৬ বছরের কন্যাকে ধর্ষণ নরপিশাচ বাবার

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পনমাত্রা ৫.৪

জালিয়াতি মামলায় পলাতক মেহুল চোকসির সম্পত্তি নিলামের অনুমোদন আদালতের, মূল্য জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ