এই মুহূর্তে




‘বউ ফিরিয়ে..’, স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শাশুড়ির পা ধরে কান্নাকাটি জামাই বাবাজীবনের, রইল ভিডিও  

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: দাম্পত্য কলহের জেরে গোঁসা করে স্বামী ও ছোট তিন সন্তানকে শ্বশুরবাড়িতে ফেলে রেখে বাপের বাড়ি ফিরে গিয়েছেন স্ত্রী। শুধু তাই নয়, স্বামীকে সবক শেখাতে পুলিশের কাছে গার্হস্থ্য হিংসারও অভিযোগ দায়ের করেছেন। আর ওই খবর জানতে পেরে বিপদের গন্ধ পেয়েই ‘পরিত্রাণ’ পেতে শাশুড়ির দ্বারস্থ হলেন স্বামী। পায়ে পড়ে কাকুতি-মিনতি করতে লাগলেন, ‘বউকে ফিরিয়ে দিন মা। আমি ওকে ছাড়া বাঁচব না।’ বেচারি শাশুড়ি বহু চেষ্টা করেও জামাইকে নিরস্ত করতে পারলেন না। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে জামাই বাবাজীবনের কীর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় বছর আগে গোন্ডার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল মথুরার রায়ার বাসিন্দা এক যুবকের। ভালই কাটছিল দুজনের দাম্পত্য জীবন। সুখেই ঘর-সংসার করছিলেন। তিন-তিনটি ছোট সন্তানও রয়েছে। তবে ইদানিং সুখের সংসারে চিড় ধরেছিল। ফলে রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) কাউন্সিলিংয়ের জন্য স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। মাকে সঙ্গে নিয়ে আলিগড় পুলিশ লাইনসে পৌঁছে যান অভিযোগকারিণী। আর ওই কবর জানতে পেরেই হাজির হন জামাই বাবাজী।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময়েই শাশুড়ির পায়ে পড়ার চেষ্টা চালাচ্ছেন যুবক। এক পর্যায়ে দু’ পা ঝাপটে ধরে বলতে থাকেন, ‘মেয়েকে বলুন আমার বাড়িতে ফিরতে।’ অপ্রস্তুত অবস্থায় পড়া শাশুড়ি জামাইয়ের হাত থেকে নিস্তার পেতে চেষ্টা করতে থাকেন। কিন্তু নাছোড়বান্দা জামাই পা ছাড়তে মোটেও রাজি নন। শেষ পর্যন্ত পুলিশ কর্মীরা পরিত্রাতা হয়ে আবির্ভূত হয়ে নাছোড়বান্দা জামাইকে সরিয়ে দেয়। অভিযুক্ত যুবকের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাঁর স্ত্রীকে ভড়কেছেন। মিথ্যা অভিযোগ দায়ের করতে প্ররোচিত করেছেন।

দেখে নিন ভিডিও-

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জঙ্গি হাদির মৃত্যুর বদলা নিতে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসে হামলার হুমকি

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

ঠাঁই হবে না, প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি তরুণীকে ফিরিয়ে দিল বিএসএফ

ঘোমটা খোলা বিতর্ক: পাকিস্তানি ডনের হুমকির পরেই নীতীশের নিরাপত্তা বাড়ানো হল

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন?‌ তৎপর পদ্ম নেতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ