এই মুহূর্তে




আইএসএল খেলতে রওনা দিল লাল-হলুদের বঙ্গব্রিগেড

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহূর্তে শুরু করলেও আসন্ন আইএসএলের জন্য দলগঠনটা বেশ ভালোই করেছে এসসি ইস্টবেঙ্গল। গতবারের তুলনায় এবার অনেকটাই শক্তিশালী টিম তৈরি করেছে লাল-হলুদ। শুধু বিদেশিই নয়, স্বদেশিদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে মশাল ব্রিগেডে।

ইতিমধ্যেই হেড কোচ মানোলো দিয়াজ-সহ বাকি কোচ এবং সাপোর্ট স্টাফরা গোয়াতে পৌঁছে গিয়েছেন। কারণ, আরব সাগরের তীরে অবস্থিত এই রাজ্যেই হবে হবে আইএসএল। তাই প্রস্তুতি পর্বটাও গোয়াতেই সারতে হবে ইস্টবেঙ্গলের ফুটবলারদের।

বৃহস্পতিবার সকালে গোয়ার উদ্দেশ্যে দিলেন লাল-হলুদের বঙ্গব্রিগেড। মহম্মদ রফিক, শঙ্কর রায়, হীরা মন্ডল, শুভম সেন, সৌরভ দাস, শুভ ঘোষ এবং অঙ্কিত মুখোপাধ্যায়দের শুভেচ্ছা জানাতে কলকাতা বিমান বন্দরের বাইরে উপস্থিত ছিলেন বেশ কিছু সমর্থক। ইস্টবেঙ্গলের এই বঙ্গব্রিগেডকে স্মারক দিয়ে শুভেচ্ছা জানান তারা।

দলের বাঙালি গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য আগেই গোয়াতে পৌঁছে গিয়েছেন। আপাতত সেখানে কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন সবুজ-মেরুনের এই প্রাক্তন গোলকিপার। মনে কর হচ্ছে আগামী ৫-৬ দিনের মধ্যেই মানোলো দিয়াজের অধীনে প্র্যাকটিস শুরু করবে মশাল বাহিনী।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

অত্যন্ত খারাপ পিচ, ১২৪ তুলতেই ছুটল ভারতের কালঘাম, ইডেনে জয়ীর মুকুট প্রোটিয়াদের মাথায়

শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

খেলতে পারবেন না শুভমন, জানিয়ে দিল বিসিসিআই

উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ