-273ºc,
Friday, 2nd June, 2023 4:27 am
নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আগামিকাল শুক্রবারই চলতি বছরের আইপিএলের পর্দা উঠছে। প্রথম ম্যাচে অর্থাৎ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছে প্রতিযোগী দলগুলি। প্রচুর টাকা খরচ করে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দল থেকে একাধিক খেলোয়াড়কে দলে নিলেও তাঁদের অনেককেই প্রথম ম্যাচে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলি।
শুক্রবারই প্রথম মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ধোনিরা পাচ্ছেন না শ্রীলঙ্কার দুই খেলোয়াড় মথিশা পতিরানা ও মাহীষা তীক্ষণাকে। দুজনেই আগামী ৮ এপ্রিল দলে যোগ দেবেন। হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সও প্রথম ম্যাচে পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারকে। গতবার গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ান করার পিছনে বিশেষ ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকার ব্যাটার আগামী ৩ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন।
প্রথম ম্যাচে দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পরেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দুই টাইগারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে পাচ্ছে না জশ হ্যাজেলউডকে। অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েলও। পঞ্জাব কিংসও প্রথম ম্যাচে কগিসো রাবাডা ও লিয়াম লিভিংস্টোনকে খেলাতে পারছে না। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে মাঠে থাকছেন না খোদ অধিনায়ক আইডেন মার্করাম। পাশাপাশি খেলছেন না মার্কো ইয়েনসেন ও হেনরি ক্লেইসেন। লখনউ টিমের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কুক।