এই মুহূর্তে




প্রথম এশীয় দেশের হয়ে জয়, অবিশ্বাস্য লড়াই করে ম্যান সিটিকে বিদায় জানাল আল হিলাল




আন্তর্জাতিক ডেস্ক: আগেই বিদায় নিয়েছিল ইন্টার মিলান। তার ফলে কার্যত অঘটন ঘটেছিল ক্লাব বিশ্বকাপ ফুটবলে। এর নেপথ্য কারিগর ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। অঘটনের এখানেই ইতি নয়। এবার যেন সবই উলট পুরান মেনে চলছে। কার্যত আরও এক অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। তাতে মুখোমুখি আল হিলাল মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের।

এশ্বিয় ক্লাবগুলির মধ্যে আল হিলাল যে সেরা, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে তার কোনও তুলনা আসে না। গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা একমাত্র দল ছিল ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলা এই দলের প্রতিটি কারিগরকে এমনভাবে গড়েছিলেন যে তিন ম্যাচে ১৩ গোল করে সিটি স্বমহিমা বজায় রেখেছিল।

কিন্তু ছন্দপতন হল আল হিলালের কাছে। যা ভাবা যায়নি তাই হল। সিটির ছন্দে ফেরার গল্পে পতন ঘটিয়ে দিল এশীয় ক্লাবটি। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে রচনা হল নয়া ইতিহাসের। ফিফার অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয় দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব হয়ে গেল আল হিলাল।

যদিও অরল্যান্ডো ম্যাচের শুরু বেশ ভাল করেছিল ম্যান সিটি। ৯ মিনিটের মাথায় গোল করেন বের্নার্দো সিলভা। ফলে ম্যাচের রাশ চলে যাসে ইউরোপিয় দলের হাতেই। প্রথমার্ধ্বেই আরও বেশ কিছু গোলের চেষ্টা চালালেও আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনু প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সিটির কাছে। ফলে চেয়েও বেশ কিছু গোল করতে ব্যর্থ হয়েছিল তাঁরা। গোটা ম্যাচে ১০টি সেভ করে বুনু জয়ের অন্যতম নায়ক।

প্রথমার্ধে তেমন কোনও সুযোগ তৈরি করতে না পারলেও ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। বিরতির পরেই বড়সড় ধাক্কা আসে আল হিলালের পক্ষ থেকে। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ম্যাচ সমতা ফেরায় তারা। ৬ মিনিটে সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম।

ঠিক ৩ মিনিটের মধ্যে সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড। ২–২ গোলে ড্র অবস্থায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২ গোলে লিড নিলেও ১০৪ মিনিটে আল হিলাল সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। এরপর ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল হিলালের হয়ে পঞ্চম গোল করে এগিয়ে দেন হিলালকে। তারপরেই তৈরি হয় ইতিহাস। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় আল হিলাল ৪, ম্যান সিটি ৩।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

বাংলার আকাশদীপের হাত ধরে এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের

দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ