-273ºc,
Saturday, 3rd June, 2023 2:59 am
নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন: অধরা স্বপ্নপূরণ। কাজাখ টেনিস তারকা এলেনা রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন বেলারুশ কন্যা আরিনা সাবালেঙ্কা। শনিবার রড লেভার এরিনায় ফাইনালে প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে ফিরে এসে শেষ দুটি সেটে জিতে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন মহিলা টেনিসে বিশ্বের দ্বিতীয় বাছাই। খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৪। জীবনে প্রথম কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেই খেতাব জয়ে আপ্লুত বেলারুশ কন্যা। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহুর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।’
গত বছর উইম্বলডন জিতে খবরের শিরোনামে চলে আসা রুশ বংশোদ্ভুত কাজাখ টেনিস তারকা এলেনা রিবাকিনা ও বেলারুশের আরিনা সাবালেঙ্কার মধ্যে ফাইনাল দেখতে রড লেভার এরিনায় এদিন ভিড় উপচে পড়েছিল। প্রথম সেটে কাজাখ কন্যার দুর্দান্ত গতি ও পাওয়ারফুল সার্ভিসের কাছে হার মানতে হয়েছিল বেলারুশ কন্যাকে। প্রথম সেট ৬-৪ গেমে জিতেও গিয়েছিলেন রিবাকিনা। কিন্তু জীবনে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা সাবালেঙ্কা হার মানতে রাজি ছিলেন না।
দ্বিতীয় সেটে ছন্দ ফিরে পেয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন বেলারুশ কন্যা। অসাধারণ ব্যাকহ্যান্ড আর ফোরহ্যান্ডে কার্যত প্রতিপক্ষকে উড়িয়ে দেন। ৬-৩-এ দ্বিতীয় সেট জিতে নেন সাবালেঙ্কা। ফলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ান রিবাকিনা। কিন্তু দিনটি ছিল না তাঁর। ফলে তৃতীয় সেটেও সাবালেঙ্কার কাছে হার মানতে হয়। সেই সঙ্গে খেতাব জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় কাজাখ টেনিস কন্যার।