এই মুহূর্তে




পিছনে ফেললেন গিলকে, ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রোহিত শর্মা, গড়লেন বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিনিধি:  একেই বলে বুড়ো হাড়ে ভেলকি! সমালোচকদের মুখের উপর ফের একবার জবাব দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ দিনে দুর্দান্ত খেলার পর ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করেছেন রোহিত শর্মা। পিছনে ফেলেছেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমন গিলকে। সেই সঙ্গেই গড়েছেন বিশ্বরেকর্ডও। সবচেয়ে বেশি বয়সে বিশ্বের ১ নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হয়ে রোহিত শর্মা এই বিশ্বরেকর্ড গড়েছেন।

ভারতীয় ক্রিকেটের জন্য এক রেকর্ড ভাঙা মুহূর্তে, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসে কৃতিত্ব অর্জনকারী সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়ে উঠেছেন। ৩৮ বছর ১৮২ দিনে, মুম্বই-বংশোদ্ভূত এই তারকা ক্রিকেটার শুভমান গিলকে ছাড়িয়ে তাঁর আলোকময় ক্যারিয়ারে প্রথমবারের মতো কাঙ্ক্ষিত এক নম্বর স্থান অর্জন করেছেন। সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে রোহিতের অবিশ্বাস্য খেলাই তার ঐতিহাসিক উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই অভিজ্ঞ ওপেনার। ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডেতে ১২৫ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। রোহিতের সংগ্রহ ৭৮১ রেটিং পয়েন্ট। এতদিন এই শীর্ষস্থানে ছিলেন ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক শুভমন গিল।

শচীন তেন্ডুলকর, এমএস ধোনি, বিরাট কোহলি এবং শুভমান গিলের পর ১ নম্বর ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় নাম লেখালেন রোহিত। এই মাইলফলক সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন হিসেবে তার খ্যাতিকে আরও দৃঢ় করে তুলেছে।  রোহিতের আগে ৩৮ বছর বয়সেই মহম্মদ নবি  টি-২০ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন। জানিয়ে রাখা ভালো, ওয়ানডে কেরিয়ারে রোহিত শর্মা ১১,৩৭০ রান করেছেন ২৭৬টি ম্যাচে। তিনি ৩৩টি শতরান ও ৫৯টি অর্ধশতরান করেছেন এবং তাঁর গড় ৪৯.২২।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ