-273ºc,
Friday, 2nd June, 2023 5:07 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টি টুয়েন্টিতে অপ্রতিরোধ্য টাইগাররা। বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে চুনকাম করার পরে আইরিশদেরও বধ করল। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে সিরিজ জিতল সাকিব আল হাসানের ছেলেরা।
বৃষ্টির কারণে এদিন নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচ। পরে ম্যাচ কমিয়ে ১৭ ওভারের করেন আম্পায়াররা। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। কিন্তু ব্যুমেরাং হয়ে যায় ওই সিদ্ধান্ত। ওপেনিং করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লিটন দাস ও রনি তালুকদার। কার্যত আইরিশ বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন। মাত্র ৯ ওভার দুই বলে ১২৪ রান সংগ্রহ করেন দুজনে। মাত্র ১৮ বলেই নিএর অর্ধশতরান পূর্ণ করেন লিটন। ব্যক্তিগত ৪৪ রানে (২৩ বলে) সাজঘরে ফেরেন রনি। খানিকবাদে ৪১ বলে ৮৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন লিটন। তৃতীয় উইকেটে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছোটান অধিনায়ক সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। ২৯ বলে ৬১ রান তোলেন দুজনে। ১৩ বলে ২৪ রান করে আউট হন তৌহিদ। শেষ পর্যন্ত ১৭ ওভারে তিন উইকেটের বিনিময়ে বাংলাদেশের রান দাঁড়ায় ২০২।
জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে আইরিশদের টপ অর্ডার ব্যাটিং লাইন। মাত্র ছয় ওভারের মধ্যে ৪৩ রান হারিয়ে চরম বিপদে পড়ে আইরিশরা। সাকিব আল হাসান ও তাসিকন আহমেদের বিষাক্ত বোলিংয়ের মোকাবিলা করতে হিমশিম খেয়ে যান আইরিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৭ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় পল স্টার্লিংরা। সাকিব আল হাসান ২২ রানে পাঁচ উইকেট এবং তাসকিন ২৭ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।