-273ºc,
Friday, 2nd June, 2023 4:17 am
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে চুনকাম করতে পারলেও আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করতে পারল না সাকিব আল হাসানরা। উল্টে শেষ ম্যাচে আইরিশদের কাছে লজ্জার হারের স্বাদ পেতে হলো টাইগারদের। শুক্রবার অপ্রতিরোধ্য সাকিবদের সাধারণ পর্যায়ে নামিয়ে এনে ৬ ওভার বাকি থাকতেই সাত উইকেটে জিতে সিরিজ হারের ব্যবধান কমাল পল স্টার্লিংরা।
এদিন চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু প্রথম দুই ম্যাচে আইরিশদের অবলীলায় হারিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগা বাংলাদেশি ব্যাটাররা চরম ব্যর্থ হন। আইরিশ বোলারদের বিষাক্ত বোলিংয়ের মুখে কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করেন লিটন দাস, নাজমুল হাসান শান্ত, রনি তালুকদার, সাকিব আল হাসানরা। ৬১ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। শেষ দিকে বুক চিতিয়ে লড়াই করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান শামীম পাটোয়ারি। অষ্টম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে ৩৩ বলে ৩৪ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। ৪২ বলে ৫১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। ১৯ দশমিক ২ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৭ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ওপেনার রস এডায়ারকে (৯ বলে ৭) বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর লরকান টাকারকে (৪) ফেরান শরিফুল ইসলাম। দুই উইকেট হারানোর পরেই রুখে দাঁড়ান অধিনায়ক পল স্টার্লিং। ঝোড়ো গতিতে ৩১ বলে অর্ধশতরান পূরণ করেন। ৪১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে রিশাদের বলে সাজঘরে ফেরেন তিনি। ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আইরিশরা। ৪৭ বলে দরকার ছিল ১৬ রান। ১১ বলেই ওই রান তুলে নেন হ্যারি টেক্টর ও কুর্তিস ক্যাম্ফার।