এই মুহূর্তে




বিশ্বচ্যাম্পিয়ন ভারতকন‍্যারা, বিশ্বকাপ জয়ী দলের জন্য বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা BCCI-এর

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়েছে মহিলা বাহিনী। বহু কাঙ্খিত জয় এসেছে রবিবার রাতে। বিশ্ব জয় করেছে ‘উইমেন ইন ব্লু’ । নবি মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে  রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে  প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ শিরোপা জিতে ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন হরমনপ্রীতরা। এই জয়ের পরেই  বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।  এই জয়কে  “একটি স্মরণীয় কৃতিত্ব যা ভারতীয় মহিলা ক্রিকেটকে একটি নতুন স্তরে নিয়ে যাবে” বলেই উল্লেখ করেছেন।  

ভারতকন‍্যাদের বিশ্ব জয়ের পর  আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল দলের ঐতিহাসিক কৃতিত্বের প্রশংসা করেছেন এবং ১৯৮৩ সালের ভারতের পুরুষদের বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, "ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য এটি একটি  স্মরণীয় দিন। ১৯৮৩ সালে পুরুষ দল যা অর্জন করেছিল, ভারতীয় মহিলারা আজ মুম্বইতে তা পুনরুজ্জীবিত করেছে। এই ঐতিহাসিক জয় দেশের মহিলা ক্রিকেটকে এক অসাধারণ উৎসাহ দেবে এবং আমি নিশ্চিত যে আমাদের খেলা এখন নতুন উচ্চতায় পৌঁছাবে।" 

রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলেন হরমনপ্রীতরা।  যার মধ্যে শাফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮ এবং স্মৃতি মান্ধানা ৪৫ এবং রিচা ঘোষের ৩৪ রান করে করে। মান্ধানা এবং শেফালির মধ্যে ১০০ রানের দৃঢ় জুটি দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিল। ৩০০ গন্ডিতে না গেলেও দক্ষিণ আফ্রিকাকে  ২৯৯ রানের টার্গেট দেয় ভারত।   প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট ১০০ রান করতে দলকে নেতৃত্ব দিলেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়। অন্যদিকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে প্রমিলা বাহিনী। গর্বিত করেছে ১৪০ কোটি ভারতীয়কে। ২ নভেম্বর ২০২৫-কে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে  রাখার দিন গড়ে দিয়েছে। ভারত কন্যাদের প্রশংসায় ভরিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকররা। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ