এই মুহূর্তে




৪ ঘণ্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের শেষ আটে চেলসি




নিজস্ব প্রতিনিধিঃ এ যেন একেবারে ‘অশেষ’ ম্যাচের গল্প। ৪ ঘন্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে অবশেষে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছল চেলসি। ঐতিহাসিক জয় চেলসিদের। তবে ৪ ঘন্টা ৩৮ মিনিটের ম্যাচ কেন? একে তো ক্লাব ফুটবলের সবচেয়ে দীর্ঘতম মরশুমের ৬১ তম ম্যাচ খেলছে চেলসিরা, সঙ্গে যুক্ত হয়েছিল প্রকৃতির খামখেয়ালিপনা এবং ভিএআরের হস্তক্ষেপ। কিন্তু কিছুই কাবু করতে পারেনি এনজো মারেসকা দের। অবশেষে সব কিছুকে পেছনে ফেলে অতিরিক্ত সময়ে ক্রিস্টোফার এনকুঙ্কুর গোলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল এনজো মারেসকার দল।

৪ ঘন্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হয় চেলসি র ৪-১ গোলের জয় দিয়ে।এদিন ম্যাচের শেষ দিকে বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ করা হয়েছিল। যদিও প্রথমার্ধে অধি নায়ক রিস জেমসের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটাই এগিয়ে যায় চেলসিরা। কিন্তু হঠাৎ-ই ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতেই চলে আসে বজ্রঝড়। সে কারণে মূহুর্তেই ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের প্রায় ২৬ হাজার দর্শককে মাঠ খালি করতে বলা হয়। খেলোয়াড়দের পাঠিয়ে দেওয়া হয় ড্রেসিংরুমে। এরপর ঝড় থামলে খেলা শুরু হয়, মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। ম্যাচের ৯৫তম মিনিটে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় বেনফিকা।

আসলে ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেল ডি মারিয়া স্পট কিক থেকে গোল করার কারণে ম্যাচ অতিরিক্ত সময়ে অতিক্রম করে ফেলে। বদলি হিসেবে নামানো হয় এনকুঙ্কুকে। এরপর ১০৮তম মিনিটে তাঁর গোলেই চেলসি আরও এগিয়ে যায়। এরপর বেনফিকার ১০ জনের দল হোঁচট খায়। পরপর দুই গোল করে চেলসি ৪-১ গোলে ম্যাচ শেষ করে। পেদ্রো নেতো ও কিয়ার্নান ডিউসবেরি-হল পাল্টা আক্রমণে গোল করেন। আর এই ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছয় চেলসিরা। উল্লেখ্য, ফ্রি-কিক থেকে রিস জেমসের গোল ছিল চেলসির হয়ে ২০২৫ সালের তৃতীয় ফ্রি-কিক গোল। চেলসির পরবর্তী প্রতিপক্ষ পালমেইরাস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

২০২৬ বিশ্বকাপ থেকে পেনাল্টির নিয়ম বদলের সম্ভাবনা

২৩ জুলাই যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ