এই মুহূর্তে




বাইশ গজে ভয়ঙ্কর কাণ্ড পৃথ্বী শ’র, ব্যাট নিয়ে তেড়ে খেলেন বিপক্ষের খেলোয়াড়ের দিকে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বরাবরই বদমেজাজি হিসাবে পরিচিতি রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র। মঙ্গলবার (৭ অক্টোবর) ফের তাঁর বদমেজাজের সাক্ষী থাকল পুণের মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের দর্শকরা। আউট হতেই মেজাজ হারিয়ে মুম্বইয়ের বোলার মুশির খানের দিকে ব্যাট হাতে তেড়ে যান তিনি। আম্পায়ার ও মুম্বইয়ের খেলোয়াড়রা কোনও ক্রমে মারমুখী পৃথ্বীকে থামান। নাহলে নির্ঘা‍ত একটি রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়কের এমন বদমেজাজের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পৃথ্বীর আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

এদিন থেকে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে রঞ্জি ট্রফির অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ও মহারাষ্ট্র। আট বছর মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পৃথ্বী এবারই দল বদল করে মহারাষ্ট্রের হয়ে খেলছেন। দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ২৫ বছর বয়সী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এদিন মুম্বইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করে শতরান পূরণ করেন। আর্শিন কুলকার্নির সঙ্গে জুটি বেঁধে ৩০৫ রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৪০ বলে ১৮১ রানের এক ঝোড়ো ইনিংস খেলে মুশির খানের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। মাঠ ছেড়ে যাওয়ার সময়েই প্রাক্তন সতীর্থ মুশিরের সঙ্গে খানিকটা কথা কাটাকাটি হয় পৃথ্বীর।

তার পরেই দেখা যায় ব্যাট উঁচিয়ে প্রাক্তন সতীর্থের দিকে তেড়ে যাচ্ছেন তিনি। প্রাণভয়ে দৌড়ে পালাতে থাকেন মুশির। মাঠে উপস্থিত আম্পায়ার ও মুম্বইয়ের খেলোয়াড়রা খানিকটা হতবিহ্বল হয়ে পড়েন। তবে মুশিরের উপরে আক্রমণ করার আগেই পৃথ্বীকে নিরস্ত করেন তাঁরা। মুম্বইয়ের খেলোয়াড়রা আড়াল করে রাখেন মুশিরকে। আর আম্পায়ার কোনওক্রমে পৃথ্বীকে অন্যদিকে টেনে নিয়ে যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ