এই মুহূর্তে




শুরু বিশ্বকাপের মহারণ: টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধিঃ আজ মহিলা বিশ্বকাপের ফাইনাল। ট্রফি জেতার অপেক্ষায় গোটা দেশবাসী। কিন্তু ভারী বৃষ্টির জন্যে শুরুতেই ব্যাঘাত ঘটায় বৃষ্টি। রবিবার নাভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। কিন্তু আড়াটায় শুরু হওয়ার কথা থাকলেও টস হতে বিলম্ব হয়েছে। শেষমেষ বৃষ্টি কমতেই টস হয়। এবং টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারী বৃষ্টির জন্যে আড়াইটের জায়গায় ৪.৩২ মিনিটে টস হয়েছে। এবং ৫ টা থেকে খেলা শুরু হবে। আর ম্যাচের প্রথমেই ব্যাট করতে নাম্লেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। তবে দেরি করে খেলা শুরু হলেও পুরো ৫০ ওভারেই খেলা হবে। মাঠ এখন শুকনো করার চেষ্টা করছে সুপারসপাররা। তবে আজকের ম্যাচে মাঠ ভেজা থাকায় বল করতে অসুবিধা হতে পারে। যাই হোক, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পর এবারের মহিলা বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন হবে। তাই স্বাভাবিকভাবেই উত্তেজিত গোটা বিশ্ব। ২০০৫ এবং ২০১৭ সালের পর ভারতীয় দল ফাইনালে উঠেছে। তবে এটি দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল।

১৯৯৮ সালের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরেছিল, আর ২০১৭ সালের ফাইনালে ইংল্যান্ড ভারতকে ৯ রানে পরাজিত করেছিল। আফ্রিকান দল এই বিশ্বকাপে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে একটিও ম্যাচ খেলেনি। টিম ইন্ডিয়া এই মাঠে টানা চতুর্থ ম্যাচ খেলছে, যেখানে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি সেখানে তিনটি ম্যাচ জিতেছে। মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় দলের ১১ জন হলেন: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগেস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমনজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড় এবং শ্রী থাকা সিং। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশ হলেন: লরা ওলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, সুনে লুস, অ্যানেরি ডার্কসেন, অ্যানেকে বোশ, মারিজান কাপ, সিনালো জাফতা (উইকেটরক্ষক), ক্লোই ট্রিয়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা এবং ননকুলুলেকো ম্লাবা। এদিকে ১৯৯৭ থেকে ২০২৫ সালের মধ্যে দুই দলের মধ্যে ৩৪টি ম্যাচ খেলা হয়েছে। ভারত ২০টিতে জিতেছে, দক্ষিণ আফ্রিকা ১৩টিতে জিতেছে, এবং ১টি ম্যাচ ড্র হয়েছে।

তবে আজকের ম্যাচে এই খেলোয়াড়দের উপর নজর থাকবে:

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মারিজান ক্যাপ (৮ ম্যাচে ২০৪ রান, ১২ উইকেট) এবং লরা ওলভার্ড (৮ ম্যাচে ৪৭০ রান) এই ম্যাচে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লরা গত ম্যাচে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপে লরারও সর্বোচ্চ রান। ভারতীয় দলে, স্মৃতি মান্ধানা (৮ ম্যাচে ৩৮৯ রান), জেমিমা রড্রিগেজ (৭ ম্যাচে ২৬৮ রান) এবং হরমনপ্রীত কৌরের (৮ ম্যাচে ২৪০ রান) কাছ থেকে প্রত্যাশা থাকবে।

এই বিশ্বকাপে উইকেটরক্ষক রিচা ঘোষ সাত ম্যাচে ২০১ রান করেছেন, যার মধ্যে তার সর্বোচ্চ ৯৪ রান বিশাখাপত্তনমে আফ্রিকান দলের বিপক্ষে। অলরাউন্ডার দীপ্তি শর্মা এই টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়েছেন এবং ১৫৭ রান করেছেন। ভারতীয় স্পিনার শ্রী চারানি ১৩ উইকেট নিয়েছেন। তাজমিন ব্রিটিশসের পারফরম্যান্সও মনোযোগ সহকারে দেখা হবে, তিনি আট ইনিংসে ২১২ রান করেছেন, যার মধ্যে একটি দুর্দান্ত সেঞ্চুরি (১০১) রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

ক্রিকেটার শুভমন গিলের আত্মীয় কি শেহনাজ, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

দ্বিতীয়বার বিয়ে করলেন আফগান ক্রিকেটার, তিন মাস বাদে জানালেন সুখবর

বিশ্ব রেকর্ড, জুয়াখেলার অভিযোগে তুরস্কে নিষিদ্ধ ১,০২৪ ফুটবলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ