নিজস্ব প্রতিনিধি: বিদেশি ঘরানায় হাঁটতে চলেছে ভারতের খ্যাতনামা ক্লাব ইস্টবেঙ্গল। কলকাতা শহরে তিনটি ক্যাফে খুলতে চলেছে লাল-হলুদ। নিউটাউন এবং সল্টলেকে হতে পারে এই ক্যাফেগুলি। এমনটাই চিন্তা-ভাবনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, ইতিমধ্যেই নাকি ক্যাফেগুলি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বিষয়টা এখনই সবার সামনে আনতে চাইছেন না। কারণ, আপাতত আইএসএলের দিকে ফোকাস করেছেন তারা। খুব শীঘ্রই এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবে মশাল ব্রিগেড।
তবে ক্লাবের আয়ের কথা চিন্তা করেই নতুন এই ক্যাফেগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। লাল-হলুদের এক কর্তা এমনটাই বলেছেন। তিনি জানান, ‘আমাদের আয় বাড়াতে হবে, নাহলে চলবে কী করে? আয় না বাড়ালে ক্লাব চালানো কঠিন হয়ে যাবে। কতদিন অন্যদের সাহায্যে চলবে ক্লাব। তাই আমাদের আয়ের জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে।’ ইতিমধ্যে ইস্টবেঙ্গলের ক্লাব তাঁবুতে একটি ক্যাফে রয়েছে। সেখানে ফ্যানদের ভালোই আসা-যাওয়া রয়েছে।’