24ºc, Haze
Wednesday, 1st February, 2023 1:15 am
নিজস্ব প্রতিনিধি: গত রবিবারই শেষ হয়েছে আইপিএলের ১৫তম সংস্করণ। টুর্নামেন্টে প্রথমবারের জন্য খেলতে আসা দল চ্যাম্পিয়ন গুজরাত টাইটানস চ্যামম্পিয়ন হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে গুজরাত টাইটানস। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটি এবারের আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। তবে চলতি বছর এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি ফর্ম হারানো এবং সমালোচিত হওয়া ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিয়েছে। টি-২০ বিশ্বকাপে নিজের খারাপ ফর্মের সমালোচনার জবাব দিতে সক্ষম হয়েছেন টিম ইন্ডিয়ার এই ডান হাতি অলরাউন্ডার।
সেই সঙ্গে ভারতীয় দল থেকে বাদ পড়া যুজভেন্দ্র চাহালও এবারের আইপিএলে নিজেকে নতুন করে মেলে ধরে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নিয়ে বেগুনি টুপি জিতে নেন তিনি।
এছাড়া রজত পাতিদার, আয়ুষ বাদোনিদের মতো ব্যাটারদের চিনিয়েছে সদ্য সমাপ্ত হওয়া আইপিএল। পাশাপাশি, বোলিং বিভাগে উমরান মালিক, মহসিন খান, জস দয়ালদের মতো তরুণ প্রতিভাদের তুলে এনেছে এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টটি। হ্যাঁ, দেশকে বারবরই আগামী দিনের তারকা উপহার দেয় আইপিএল। এবারও তার অন্যথা হল না।