এই মুহূর্তে




বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ৭ বছরের ছোট মডেলের প্রেমে হাবুডুবু, হার্দিকের নয়া প্রেমিকাকে চেনেন?

নিজস্ব প্রতিনিধি: গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। অবশেষে গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা ক্রিকেটার নিজেই। ২০২৪ সালে দুইবারের বিবাহিত স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্যার। ২০২০ সালে নাতাশা গর্ভবতী হয়ে যাওয়ায় তড়িঘড়ি আইনিমতে বিয়ে সারেন নাতাশা-হার্দিক। এরপরে ২০২২ সালে ছেলে অগস্ত্যর সামনে আবারও জাঁকজমকপূর্ণভাবে বিয়ে খ্রিস্টান ও হিন্দুমতে বিয়ে সেরেছলেন তাঁরা। কিন্তু সাধের বিয়ে টিকল না। দুজনেই ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ডিভোর্সের কথা শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন ভক্তরা। যাই হোক, ছেলেকে নিয়ে এখন একাই থাকেন অভিনেত্রী-মডেল নাতাশা। অন্যদিকে তিনিও প্রেম করছেন বলে গুঞ্জন। আর এখন হার্দিক ও তাঁর নতুন সম্পর্কে শিলমোহর দিলেন।

যদিও এর আগে, তিনি জনপ্রিয় গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিক ডেটিং করছিলেন বলে গুঞ্জন ছিল, কিন্তু তাঁরা কখনও তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। যদিও তাঁকে হার্দিকের ম্যাচে অনেকবার দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে, পাণ্ড্যা মডেল মাহিকা শর্মার সঙ্গে ডেটিং করছেন। জেসমিনের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর প্রেমে পড়েছেন ভারতের এই দাপুটে স্পিনার। ইতিমধ্যেই প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকারও করেছেন হার্দিক, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ১০ অক্টোবর, শুক্রবার সকালে, মুম্বই বিমানবন্দরে মাহিকা শর্মার সঙ্গে হার্দিক তাঁর সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। বিমানবন্দরে তাঁকে পাপারাজ্জিদের হাত থেকে প্রেমিকাকে রক্ষা করতে দেখা গিয়েছে। যদিও এই দম্পতি একসঙ্গে পোজ দেননি। হার্দিক এবং মাহিকা তাঁর বিলাসবহুল হলুদ ল্যাম্বোরগিনি উরুস এসইতে বিমানবন্দরে এসেছিলেন। যার মূল্য ৪.৫৭ কোটি টাকা।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

হার্দিক প্রথমে গাড়ি থেকে নামলে কিছুক্ষণ পরে, তার প্রেমিকা মাহিকাও তাঁর পিছু পিছু বিমান বন্দরে প্রবেশ করেন। যা সবাইকে অবাক করে দেয়, কারণ কেউই আশা করেনি যে, মাহিকা হার্দিকের সঙ্গে থাকবেন। তবে মাহিকা হার্দিকের থেকে প্রায় ২৪ বছরের ছোট। হার্দিকের জন্ম ১১ অক্টোবর ১৯৯৩, বর্তমানে তাঁর বয়স ৩১ বছর। অন্যদিকে মাহিকার ২০০১ সালে জন্ম, এখন তাঁর বয়স ২৪ বছর। এর ফলে এই ক্রিকেটার মাহিকার চেয়ে ৭ বছরের বড়।মাহিকা শর্মা দিল্লি, গুজরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। তিনি একজন সার্টিফাইড লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট এবং উন্নত যোগ প্রশিক্ষক। এছাড়া তিনি চলচ্চিত্র এবং বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। শীর্ষস্থানীয় ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন। তাঁর ইনস্টাগ্রামে অর্জুন কাপুর-সহ ৪১.২ হাজার ফলোয়ার রয়েছে। তিনি একজন ফ্রিল্যান্সার হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন, র‍্যাপার রাগার জন্য একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন এবং পরে তিনি অস্কার বিজয়ী তথ্যচিত্র পরিচালক অরল্যান্ডো ভন আইনসিডেলের ইনটু দ্য ডাস্ক এবং বিবেক ওবেরয়ের সঙ্গে ওমুং কুমারের পিএম নরেন্দ্র মোদি (২০১৯) সহ বেশ কয়েকটি ছোট ছবিতে অভিনয় করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিল্পা থেকে আলিয়া, স্বামীর দীর্ঘায়ু কামনায় ‘করবা চৌথ’ উদযাপনে প্রস্তুত যে সকল বলিউড স্ত্রীরা

মিথ্যা বিজ্ঞাপনে অতিষ্ঠ! অনুমতি ছাড়া ছবি ব্যবহারের জন্য বম্বে হাইকোর্টে ছুটলেন সুনীল শেট্টি

নোটবাতিলের জেরেই ৬০ কোটি টাকা ঋণ! প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি শিল্পার স্বামীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান যশস্বীর, গড়লেন নয়া মাইলফলক

প্রকাশ্যে IPL ২০২৬ নিলামের দিনক্ষণ, এই তারিখের মধ্যে দল গোছাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের

জুবিন মৃত্যু তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ