এই মুহূর্তে




বাংলার আকাশদীপের হাত ধরে এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের




নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: ব্যাট হাতে গর্জে উঠেছিলেন অধিনায়ক শুভমন গিল। আর বল হাতে ইংল্যান্ডকে ছারখার করে দিলেন বাংলার আকাশদীপ। দুজনের যুগলবন্দিতে রবিবার (৬ জুলাই) এজবাস্টনে বেন স্টোকসদের ৩৩৬ রানে হারিয়ে ঐথিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়ে লর্ডসে তৃতীয় টেস্টে খেলতে নামবেন শুভমনরা।

৬০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শনিবার চতুর্থ দিনে ৫০ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল স্বাগতিক ইংল্যান্ড। রবিবার এজবাস্টনে আবহবিদদের পূর্বাভাস সত্যি করে শুরু হয়েছিল বৃষ্টি। প্রবল বৃষ্টি ভারতের জয়ের স্বপ্ন ভাসিয়ে নেবে কিনা, সেই সংশয় দেখা গিয়েছিল। যদিও বরুণ দেবতা প্রসন্ন হওযায় দেরিতে হলেও শুরু হয় পঞ্চম তথা শেষ  দিনের খেলা। চতুর্থ ওভারেই ইংল্যান্ড জোর ধাক্কা খায়।  আকাশদীপের বলে প্লেড-অন হয়ে সাজঘরে ফেরেন অলি পোপ (২৪)।  এর পর ফিরে প্রথম ইনিংসের শতরানকারী হ্যারি ব্রুককেও ফিরিয়ে দেন আকাশদিপ। বল পিচে পড়ে এতটাই ভেতরে ঢুকে যায় যে বলের লাইনে ব্যাট নিয়েই যেতে পারলেন না ইংল্যান্ডের অন্যতম ভরসা। ২৩ রান করে ফেরেন ব্রুক। মধ্যাহ্নভোজনের বিরতির আগে যাতে আর কোনও উইকেট না পড়ে তার দিকে লক্ষ্য রেখে ক্রিজ আঁকড়ে থাকার চেষ্টা করেন অধিনায়ক বেন স্টোকস ও জেমি স্মিথ। দাঁতে দাঁত চেপে লড়লেও লক্ষ্যপূরন হযনি। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই  ওযাশিংটনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্টোকস। ডিআরএস নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তাতে লাভ হয়নি। ৭৩ বলে ৩৩ রান করে ফেরেন স্টোকস।

১৫৩ রানে ছয় উইকেট খুঁইয়ে খাদের কিনারায় দাঁড়ায় বেন স্টোকসরা। মধ্যাহ্নভোজনের পরেই প্রসিদ্ধ কৃষ্ণার বলে দায়িত্বজ্ঞানহীনের মতো বাজে শট খেলে আউট হন ক্রিস ওকস (৭)। ক্রিজের উল্টোপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখে একা কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা চালান জেমি স্মিথ। ভারতীয় বোলারদের মনোবল ভাঙতে চালিয়ে খেলতে শুরু করেন। মনে হচ্ছিল ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবেন। কিন্তু ইংল্যান্ডের শেষ ভরসাকে ফেরান আকাশদীপ। প্রথম ইনিংসে ১৮৪ রানের অনবদ্য ইনিংস খেলা স্মিথ অবশ্য শতরানে পৌঁছতে পারেননি। ৮৮ রান করে ফিরে যান। সেই সঙ্গে ইংল্যান্ডের ললাটলিখনও স্পষ্ট হয়ে যায়। খানিকবাদে রবীন্দ্র জাদেজার বলে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জস টং (২)। শর্ট মিড অনে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ। খানিকটা লড়াই চালানো ব্রাইডন কার্সকে (৩৮) ফিরিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৭১ রানে গুটিয়ে দেন আকাশদীপ। বাংলার বোলার ৯৯ রানে ৬ উইকেট নেন। বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নেন সিরাজ, জাদেজা, প্রসিদ্ধ ও ওয়াশিংটন। প্রথম ইনিংসে চার উইকেট ঝূলিতে পুরেছিলেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়ায় এক টেস্টে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ