এই মুহূর্তে




‘এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করবে’, বিশ্বকাপ জয়ের জন্যে টিম ইন্ডিয়াকে অভিনন্দন মোদির

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ভারতের বোলারদের দাপটে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। অনেক বাধাবিপত্তি কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত। দেশের মাথায় জয়ের মুকুট পরিয়ে দিল ভারতের রানিরা। ২০২৩ সালে রোহিত-বিরাটদের বিশ্বকাপ না জেতার সেই চোখের জল মোছালেন হরমনপ্রীত, স্মৃতিরা। রীতিমতো ইতিহাস সৃষ্টি গড়ল ভারত। এর আগে ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেও দেশে ট্রফি আনতে পারেনি ভারতীয় মহিলা দল।

অবশেষে সব রেকর্ড ভেঙে ৪৭ বছর পর জয়ের শিরোপা জিতল ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি গড়েছে ভারত। টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ের জন্য ভারতের কন্যাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “২০২৫ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের এক অসাধারণ জয় হয়েছে। ফাইনালে অসাধারণ দক্ষতা এবং অপরিসীম আত্মবিশ্বাসের প্রদর্শন। পুরো দল দ্বিগুণ পরিশ্রম এবং আবেগ প্রদর্শন করেছে। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত করবে। আমাদের খেলোয়াড়দের অভিনন্দন।”

রবিবার (২ নভেম্বর) নাভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ICC একদিনের বিশ্বকাপ ফাইনালে, টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার জন্য ২৯৯ রানের লক্ষ্য নির্ধারণ করে ভারত। শেফালি ভার্মা ৮৭ এবং দীপ্তি শর্মা গুরুত্বপূর্ণ ৫৮ রান করেন। জবাবে, দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট হয় এবং ভারত ৫২ রানে ম্যাচটি জিতে নেয়। তবে আজ দীপ্তি শর্মার ব্যাটিং যেমন দুর্দান্ত ছিল, তেমনি বোলিং পারফর্ম্যান্সও চিত্তাকর্ষক ছিল, তিনি নিজেই পাঁচ উইকেট নিয়েছেন। এই জয় ভারতের জন্যও বিশেষ কারণ ৪৭ বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফাইনাল জিতল ভারত। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দলটি ট্রফি তুলেছে। জয়ের পর স্টেডিয়ামে উপস্থিত রোহিত শর্মাও স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন। “বন্দে মাতরম” ধ্বনিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে। জানা গিয়েছে, ICC মহিলা বিশ্বকাপ জেতার মূহুর্তটি ভারতের জন্য ঐতিহাসিক হবে। ভারত পুরস্কার হিসেবে ৪.৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ৪০ কোটি টাকা পাবে। এই পরিমাণ অস্ট্রেলিয়ার ২০২২ সালের পুরস্কারমূল্যের (১.৩২ মিলিয়ন ডলার) থেকে ২৩৯ শতাংশ বেশি।রানার-আপ (দ্বিতীয় স্থান অধিকারী দল) পাবে ২.২৪ মিলিয়ন ডলার তথা প্রায় ২০ কোটি টাকা।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

ভিএইচপি নেতার গ্রেফতারি, চাপের মুখে প্রশাসন? রাতারাতি বদলি করা হল ‘লেডি সিংহম’ ADM ঋতুকে

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

তীব্রতা ছিল ভয়ানক, লালকেল্লায় বিস্ফোরণস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে দোকানের ছাদে উদ্ধার কাটা হাত

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ