নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্যানটা খুবই খারাপ। আইপিএলের আসরে রসগোল্লাকে প্রায় ৯০ শতাংশ টেক্কা দিয়েছে বরাপাও। পাল্লাটা অনেকটাই ভারি ছিল নীতা আম্বানির দলের। ২১ বার জিতেছিল মুম্বই এবং মাত্র ৬ বার জয়ের মুখ দেখেছিল নাইটরা। তবে লক্ষ্মীবার মরুশহরে যেন দেখা গেল অন্য এক কলকাতাকে। রীতিমতো দাপটের সঙ্গে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল কেকেআর। চারবারের চ্যাম্পিয়নদের ৭ উইকেটে উড়িয়ে দিল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।
চলতি টুর্নামেন্টের প্রথমপর্বেও অল্পের জন্য হারের মুখ দেখতে হয়েছিল নাইট রাইডার্সকে। তাই এদিন প্রতিশোধের জ্বালা নিয়েই মাঠে নেমে ছিলেন রাসেল, গিল, ত্রিপাঠী, কার্তিকরা। অবশেষে সেই জ্বালা মিটল তাদের। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই রোহিতদের দুরমুশ করল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক মরগান। শুরুটা খারপ করেনি মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। এই দু’জন মিলে ৭৮ রানের পার্টনারশিপ করেন। ৩৩ রান করেন হিটম্যান। আর ডি কক খেলেন ৫৫ রানের অনবদ্য একটি ইনিংস। তবে এই দু’জন ছাড়া অন্য কোনও মুম্বইয়ের ব্যাটসম্যানই সেইভাবে রান তুলতে সক্ষম হননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে বাণিজ্য নগরী।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন কেকেআরের দুই ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। শুভমন দ্রুত ফিরে গেলেও, আইয়ার কিন্তু প্রতিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন রাহুল ত্রিপাঠী। মাত্র ৩০ বলে ৫৩ রান করেন ভেঙ্কটেশ। পাশাপাশি, ৪২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। ২৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এল কেকেআর।