এই মুহূর্তে




রিয়ালে আর কতদিন থাকতে চান, গোল্ডেন বুট হাতে জানিয়ে দিলেন এমবাপে

নিজস্ব প্রতিনিধি: ২০২৪-২৫ মৌসুমে ইউরোপীয় গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপে। গত মৌসুমটা ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে দারুণ কেটেছে এমবাপের। লা লিগাতেই ৩৪ ম্যাচে ৩১ গোল করেই প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। তারপরেই তিনি জানালেন রিয়াল মাদ্রিদে আরও অনেক বছর থাকতে চান এবং এই ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চান।

গত মৌসুমে মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে এমবাপে ৩১টি লা লিগায় গোল করেন এবং ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপীয় স্পোর্টস মিডিয়ার দেওয়া মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফি জিতেছিলেন। শুক্রবার বার্নাব্যুতে এক অনুষ্ঠানে এমবাপে বলেন, “গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের।” এই অনুষ্ঠানে কোচ জাবি আলোনসো, রিয়াল মাদ্রিদ দল এবং সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিত ছিলেন। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা বলেছেন, “এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছি। একজন ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক অর্থবহ।” এই পুরষ্কারটি একটি মৌসুমে ইউরোপীয় লীগে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়, যেখানে প্রতিযোগিতামূলক লীগে গোলের পক্ষে পয়েন্ট সিস্টেমকে গুরুত্ব দেওয়া হয়।

এমবাপের ৩১টি লিগ গোলের ফলে তিনি ৬২ পয়েন্ট অর্জন করেন। তবে স্পোর্টিং সিপিতে ৫৮.৫ পয়েন্ট নিয়ে ভিক্টর গিয়োকেরেস এবং লিভারপুলের মহম্মদ সালাহ ৫৮ পয়েন্ট নিয়ে তার চেয়ে এগিয়ে রয়েছে। হ্যারি কেন ২০২৩-২৪ সালে, এরলিং হাল্যান্ড ২০২২-২৩ সালে এবং রবার্ট লেওয়ানডোস্কি তার আগের দুই মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন। নতুন কোচ আলোনসোর অধীনে ২০২৫-২৬ মৌসুম শুরু করার পর এমবাপে তার সতীর্থদের প্রশংসা করেন, যেখানে মাদ্রিদ সব প্রতিযোগিতায় ১৩টির মধ্যে ১২টি ম্যাচে জয়লাভ করেছে। এই প্রসঙ্গে ফুটবলার বলেছেন, “আমাদের একটি অবিশ্বাস্য দল আছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

ক্রিকেটার শুভমন গিলের আত্মীয় কি শেহনাজ, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

দ্বিতীয়বার বিয়ে করলেন আফগান ক্রিকেটার, তিন মাস বাদে জানালেন সুখবর

বিশ্ব রেকর্ড, জুয়াখেলার অভিযোগে তুরস্কে নিষিদ্ধ ১,০২৪ ফুটবলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ