এই মুহূর্তে




দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার ২০ নম্বর জার্সি অবসরে পাঠাল লিভারপুল




নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার দিয়াগো জোতা। যিনি লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার ছিলেন। অর্থাৎ দেশের জার্সিতে লিভারপুলের হয়ে খেলতেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। আশ্চর্যজনকভাবে, মৃত্যুর ১১ দিন আগে অর্থাৎ ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিবাহ করেছিলেন তিনি। তাঁদের তিন সন্তানও রয়েছে। কিন্তু বিবাহিত জীবন আর উপভোগ করা হল না তাঁর। পৃথিবীতে অল্পদিন রাজত্ব করেই পরলোকে পাড়ি দিলেন জোতা। গত ৩ জুলাই উত্তর-পশ্চিম স্পেনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন দিয়াগো জোতা। দুর্ঘটনার সময় দিয়াগোর ছোট ভাই আন্দ্রে সিলভাও গাড়িতে ছিলেন, এবং তাঁরা দুজনেই প্রাণ হারিয়েছেন। জানা যায়, ঘটনার দিন ল্যাম্বোরগিনিতে করে দুই ভাই কোথাও যাচ্ছিলেন। তখনই পেছন থেকে আসা একটি গাড়িকে এড়াতে যায় পর্তুগিজ ফুটবলার। আর তাতেই উল্টে যায় জোতার গাড়ি। সঙ্গে সঙ্গে তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে যায় গাড়ি, এবং মারা গিয়েছেন পর্তুগালের দুই তারকা ফুটবলার। নিজের দেশ পর্তুগালের হয়েও তিনি মোট ৫০ টি ম্যাচ জেলেছিলেন। এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে ফুটবল বিশ্ব মর্মাহত।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মোহামেদ সালাহ, অ্যালিসন বেকারের মতো সতীর্থরা বিশ্বাস করতে পারছেন না যে জোতা আর নেই। জোতার মৃত্যুতে ভেঙে পড়েছে অল রেডসরা। স্মরণসভার আয়োজন করেছে লিভারপুল। জোতা অল রেডসদের হয়ে ২০ নম্বর জার্সি পরে খেলতেন। এবার জোতার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর ২০ নম্বর জার্সিরও অবসর ঘোষণা করল লিভারপুল। অর্থাৎ ওই ২০ নম্বর জার্সি চিরকাল জোতার হয়েই থাকবে। অমরত্ব ঘোষণা করেছে্ন তাঁরা। ওই জার্সি পরে আর কোনওদিন কেউ মাঠে নামবে না। জোতার মৃত্যুতে শোক জানিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘জোতার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। দারুণ মানুষ ছিলেন তিনি। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়াগো ও আন্দ্রের চলে যাওয়া পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।’

অন্যদিকে লিভারপুল এক্সে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘জোতার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ক্লাব শোকে ভেঙে পড়েছে। ফুটবলারদের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থরা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে, তারা অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে।’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, ‘জোতার মৃত্যু আমি মানতে পারছি না, কিছুদিন আগেও আমরা জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছি, তুমি সবেমাত্র বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকো দিয়াগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’ লিওনেল মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শান্তিতে থাকো’। নেইমার ফুটবলারদের পরিবারের প্রতি সমবেদন জানিয়ে লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে চাই না। অবিশ্বাস্য, বিধ্বস্ত লাগছে। অসাধারণ এক মানুষ ও খেলোয়াড় ছিলে তুমি। যেখানেই থাকো ভাল থাকো।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে সাকিব আল হাসানকে, কোন দলের নেতৃত্বে?

‘এখনও মনে আছে সেই সব রাত…’’, মেয়ে আয়রার জন্মদিনে আবেগপ্রবণ শামি

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ