এই মুহূর্তে




টানা চার ম্যাচে হার লিভারপুলের, লিগ টেবিলে কোথায় স্লটের দল?

নিজস্ব প্রতিনিধি: হারের বৃত্তের মধ্যেই ছিল লিভারপুল। গত মরশুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে লিভারপুল হেরেছিল চারটি ম্যাচ। এবার মৌসুম শুরুতেই চার ম্যাচে পরাজয় লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগে আইন ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল দলটি। কিন্তু শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে হেরে গিয়ে ফের দুর্বলতায় উঠে এল। ৯ ম্যাচ খেলে তার মধ্যে ৪ম্যাচ হেরে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে স্থান নিয়েছে লিভারপুল। শীর্ষে আর্সেনাল

শনিবারের হারটি অত্যন্ত বাজে বলে জানিয়েছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। তিনি বলেছেন, চারটি ম্যাচ পরপর হেরেছে লিভারপুল। তার মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্স হয়েছে শনিবারের ম্যাচে। প্রথমার্ধ বা দ্বিতীয় আর্ধ কোন জায়গাতেই স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি লিভারপুলের খেলোয়াড়রা। মাঠে প্রতিপক্ষ লিভারপুলের থেকে বেশি ডুয়েল জিতেছে। সেটাই ম্যাচে বড় পার্থক্য তৈরি করে দিয়েছে।
জানা গিয়েছে, শনিবার খেলার শুরুতেই ধাক্কা খেয়ে লিভারপুল। ৫ মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোল করেছেন প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের ডাংগো ওয়াডালা। প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ব্যবধান বেড়ে যায় ২-০। বিরতির আগে যোগ করার সময়ে একটি গোল শোধ করে লিভারপুল। মিলোস কেরকেজ গোলটি করে কিছুটা পরিস্থিতি সামাল দেয়। দ্বিতীয়ার্ধে নেমে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন মহম্মদ সালাহ। টানা ছয় ম্যাচের পর এখানে গোল করেছেন তিনি। কিন্তু ম্যাচের সমতা ফেরাতে পারেনি লিভারপুল। ২০২১ সালের পর এই প্রথমবার টানা চার ম্যাচে হার লিভারপুলের। ৯ ম্যাচ খেলে তার মধ্যে ৪ম্যাচ হেরে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে স্থান নিয়েছে লিভারপুল। সেখানে দাঁড়িয়ে একটি ম্যাচ কম খেলে উনিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

ইডেনে বড় ম্যচের আগে কালীঘাটের মন্দিরে গম্ভীর, দিলেন পুজো

ক্রিকেটার শুভমন গিলের আত্মীয় কি শেহনাজ, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

দ্বিতীয়বার বিয়ে করলেন আফগান ক্রিকেটার, তিন মাস বাদে জানালেন সুখবর

বিশ্ব রেকর্ড, জুয়াখেলার অভিযোগে তুরস্কে নিষিদ্ধ ১,০২৪ ফুটবলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ