এই মুহূর্তে




‘অবাধ্য’ পৃথ্বীকে ৭৫ লাখে দলে নিল সৌরভের দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিনিধি:  ২০২৪ সালের আইপিএলে গত বছর অবিক্রীত ছিলেন পৃথ্বী শ’র। তবে চলতি বছরে তিনি করলেন কামব্যাক। মঙ্গলবার দুবাইতে আইপিএল-এর মিনি নিলামে দু’বার ‘আনসোল্ড’ থাকার পর পৃথ্বী-কে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালসের সহকারী মালিক কিরণ কুমার গ্র্যান্ডি আইপিএল ২০২৬ নিলামের সময় পৃথ্বী শ-কে পুনরায় চুক্তিবদ্ধ করতে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের পিছনে যুক্তি ব্যাখ্যা করেছেন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে জয় এনে দেওয়ার পর, পৃথ্বীকে প্রথম কিনে নেয় করে দিল্লি ক্যাপিটালস। তিনি বলেন, আইপিএলে  প্রত্যাবর্তনের জন্য পৃথ্বী শ-এর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। কিরণ কুমার  আশাপ্রকাশ করেছেন যে,  পৃথ্বী এই দ্বিতীয় সুযোগটিকে গুরুত্ব সহকারে নেবেন এবং দলের জন্য তার সেরাটা দেবেন। পৃথ্বী দিল্লি ক্যাপিটালসের হয়ে সাতটি মৌসুম খেলেছিলেন। তবে ২০২৫ সালের মেগা নিলামের আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। গত মরশুমে কোনও দলই এই ব্যাটসম্যানের প্রতি আগ্রহ দেখায়নি। ৭৫ লক্ষ টাকার ভিত্তি মূল্য থাকা সত্ত্বেও, পৃথ্বী শ’র জন্য কোনও দরপত্র জমা পড়েনি। আইপিএল ২০২৬ নিলামের প্রাথমিক পর্যায়েও একই প্রবণতা দেখা গিয়েছিল, যেখানে তিনি মূল ড্রতে অবিক্রিত ছিলেন  অবশেষে, নিলামের চূড়ান্ত পর্যায়ে, দিল্লি ক্যাপিটালস তাঁকে তাঁর বেস প্রাইসে কিনে নেয়।

কিরণ কুমার বলেছেন, “পৃথ্বী অতীতে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফর্ম করেছে। প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারে উত্থান-পতন থাকে, এবং এটি তার জন্য একটি শক্তিশালী প্রত্যাবর্তনের সুযোগ। আমরা এটিকে পৃথ্বীর জন্য দ্বিতীয় সুযোগ বলে মনে করি, এবং আমি তাকে আবার দিল্লির জার্সিতে দেখতে পেয়ে সত্যিই উত্তেজিত। আশা করি, সে এই সুযোগটিকে গুরুত্ব সহকারে নেবে এবং দলের জন্য তার সেরাটা দেবে।” পৃথ্বী শ তার প্রথম টেস্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭৯টি ম্যাচ খেলে মোট ১,৮৯২ রান করেন। নিলামের শুরুতেই দিল্লি ক্যাপিটালস কিছু স্মার্ট ট্রেড করেছিল। তারা জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবী দারকে ৮.৪০ কোটি টাকায় কিনেছে।

পুরানো দলে ফিরে ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন, “ঘরে ফিরে এলাম।” ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর নিলামের সময় দিল্লি তাঁকে ১.২ কোটি টাকায় কিনে নেয়। তখন তিনি অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টি টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কেকেআরের স্পিনার, ভাঙলেন বুমরাহের রেকর্ড

অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে জোর ধাক্কা অস্ট্রেলিয়ায়, অসুস্থতার কারণে ছিটকে গেলেন স্মিথ

ম্যাচ শেষে অসুস্থ যশস্বী জয়সওয়াল, চিকিৎসাধীন হাসপাতালে

‘নমস্তে ইন্ডিয়া’, দিল্লি ছাড়ার মুখে আবেগঘন পোস্ট মেসির

যুবভারতী কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬, সিট পরিদর্শনের আগেই জালে নতুন কে?‌

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে, জেনে নিন বাকিরা কে কী পুরস্কার জিতলেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ