এই মুহূর্তে




আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নজির গড়লেন ডাউম্যান

নিজস্ব প্রতিনিধি: আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে নজির গড়লেন ডাউম্যান। মাত্র ১৫ বছর ৩০২ দিন বয়সে আর্সেনালের হয়ে মাঠে নেমে ক্লাব ইতিহাসে ইতিহাস সৃষ্টি করেছেন ম্যাক্স ডাউম্যান। বুধবার ২৯ অক্টোবর এমিরটস স্টেডিয়ামে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

এই কিশোর ইতিহাস সৃষ্টিকারী ফুটবলারটি আর্সেনালের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন তিনি। একজন মিড ফিল্ডার। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তিনি খেলেছেন ৭১ মিনিট। বল দখলে আত্মবিশ্বাস এবং পাশাপাশি বলে নিয়ন্ত্রণ সব কিছু মিলিয়েই প্রথম ম্যাচে নজর কেড়েছেন ডাউম্যান। গানার্সদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে তাই তাঁর অবদানও কিছু কম নয়।

ম্যাচ শেষে কোচ নিকেল আর্তেতা ডাউম্যানের স্বাভাবিক দক্ষতা ও সাহসী মনোভাবের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ডাউম্যানের জন্য সবকিছুই খুব স্বাভাবিক। ওর মধ্যে অসম্ভব সাহসিকতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি রয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ডাউম্যানের অ্যাকাডেমি সতীর্থ ইথান নুয়ানেরি ৫৭ মিনিটে প্রথম গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। এরপর বুকাও সাকার গোলে ব্যবধান দ্বিগুণ তো হয়ই, পাশাপাশি দলের জয় নিশ্চিত হয়।

২০১৫ সালে আর্সেনালের ইউথ অ্যাকাডেমিতে ভর্তি হন ডাউম্যান। তখন সে একেবারেই খুদে। ক্লাবের অ্যাকাডেমির ইতিহাসে অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় হিসাবে তাকে মনে করা হচ্ছে। এর আগে এত কম বয়সে আর্সেনালের হয়ে মাঠে নেমে রেকর্ড করেছিলেন গোলরক্ষক জ্যাক পোর্টার।  তিনি ১৬ বছর ৭২ দিন বয়সে খেলতে নেমেছিলেন।

তবে আর্তেতা এই মুহূর্তে ডাউম্যানকে সঠিকভাবে খেলায় পরিচালনা যাতে করা যায় সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখছেন। তাই তিনি স্পষ্ট বলেছেন, “আমাদের নিশ্চিত করতে হবে ডাউম্যান যেন সঠিক সময়ে সঠিক পথে চলতে পারে। এই ভাবেই তার জীবনে বিভিন্ন নতুন নতুন বিষয় আসবে। আমাদের তাকে সাহস যোগাতে হবে, পাশাপাশি অহংয়ে পরিপূর্ণ হওয়া থেকে প্রতিরোধ করতে হবে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের বাম খাতুন এফসি-কে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল

বিপিএলে খেলছেন না তামিম, নিলামের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে আইপিএলে রাজস্থানের কোচ করা হল প্রাক্তন এই অধিনায়ককে

শামিকে দলে ফিরিয়ে আনুন, ইডেনে ভারতের লজ্জার হারের পর গম্ভীরকে পরামর্শ সৌরভের

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রায় ২৮ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরল নরওয়ে

‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ