এই মুহূর্তে




মেসি ম্যাজিকে দীর্ঘ একমাস পর জয় দেখল ইন্টার মায়ামি




নিজস্ব প্রতিনিধি: মেসি ম্যাজিকে দীর্ঘ একমাস পর এমএলএস ম্যাচে জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি। আর নিজের দলকে আবারও জয় এনে দিলেন লিওনেল মেসি। এদিনের ম্যাচে জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে কানাডার ক্লাব CF মন্ট্রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তবে ম্যাচের শুরুটা একেবারেই ভাল ছিল না। শুরুর দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ালরা। তবে এই গোল হজম করেই ফর্মে ফেরে ইন্টার মিয়ামিরা। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। তবে ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগাভিয়া। ঠিক তার দুই মিনিট পরেই অর্থাৎ ৬২ মিনিটে মেসির দ্বিতীয় গোল দলের বড় জয় নিশ্চিত করে। আর মায়ামির এই দুর্দান্ত পারফরম্যান্সে খুশি হন তাঁদের হেড কোচ হাভিয়ের মাসচেরানো। কারণ ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএসে নিজেদের দাপট দেখাতে পারে নি মেসির দল। তাই লিগে ফিরেই মায়ামি র জয় নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ।

তাঁর কথায়, ‘অনেকদিন পরে আমরা দারুণ একটা ম্যাচ খেললাম। ক্লাব বিশ্বকাপের পর লিগে ফিরেই জয়ী।হওয়া মুখের কথা ছিল না। কিন্তু আমার ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।’ এরপর মেসির দুর্দান্ত ফর্মে ফিরে আসা নিয়ে দলটির কোচ বলেন, ‘৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল না। ও ফিট থাকলে খেলতে চাইবে, সেই কথা ভেবেই আমরা তাঁকে সুযোগ দিয়েছি। সে মাঠে থাকলে আমাদেরও ম্যাচ জেতি নিয়ে কোনও চিন্তা থাকে না। তাই আমাদেরও বুঝতে হবে, লিও মাঠে ফুটবল খেলতে পারলেই সবচেয়ে খুশি থাকবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

বাংলার আকাশদীপের হাত ধরে এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের

দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ