এই মুহূর্তে




হার দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু সবুজ মেরুনের




নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্টস।। সোমবার (৩০ জুন) অপেক্ষাকৃত দুর্বল দল কলকাতা পুলিশের কাছে ১-০ গোলে হার মানতে হল সবুজ মেরুন শিবিরকে। ম্যাচের প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন কলকাতা পুলিশের মহম্মদ আমিল নঈম। দ্বিতীয়ার্ধে  বহু চেষ্টা করেও পুলিশের ব্যারিকেড ভাঙতে পারেনিন সবুজ মেরুনের খেলোয়াড়রা।

কলকাতা ফুটবল লিগে গত মরশুমে কলকাতা পুলিশের কাছে ৩-২ গোলে হার স্বীকার করতে হয়েছিল মোহনবাগানকে। ফলে এদিনের ম্যাচ ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় সবুজ মেরুনের খেলোয়াড়রা। বৃষ্টি ভেজা মাঠে বল নিয়ন্ত্রণে রাখতে দু’দলের খেলোয়াড়দেরই খানিকটা সমস্যা হচ্ছিল। ২৪ মিনিটে সালাউদ্দিনের বাঁ-পায়ের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮ মিনিটেও ফের গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। কিন্তু তিন কাঠির নিচে বল রাখতে পারেননি। উল্টে প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে এগিয়ে যায় কলকাতা পুলিশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল। যদিও কলকাতা পুলিশের ফুটবলাররাও আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন। ৪৮ মিনিটে একেবারে ফাঁকা গোল মিস করেন পাসাং দর্জি তামাং। কলকাতা পুলিশের মুহুর্মুহু আক্রমণে ত্রাহি ত্রাহি দশা দাঁড়ায় সবুজ মেরুনের রক্ষণের। ৭১ মিনিটে নিশ্চিত পতন রোধ করেন মোহনবাগান গোলরক্ষক দীপ্রতাভ ঘোষ। তিনি মোহনবাগানের তেকাঠির নিচে দুর্ভ্যেদ্য প্রাচীর মেরিনার্সদের চরম লজ্জার হাত থেকে বাঁচান।  এদিন মোহনবাগাবনের খেলোয়াড়দের দেখে বোঝাই গিয়েছিল, নিজেদের মধ্যে এখনও বোঝাপড়া গড়ে তুলতে পারেননি।   আগামী ৭ জুলাই রেলওয়ে এফসির বিরুদ্ধে মোহনবাগানের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড জয়ের সরণিতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

বাংলার আকাশদীপের হাত ধরে এজবাস্টনে ঐতিহাসিক জয় ভারতের

দুর্ঘটনায় নিহত ফুটবলার জোতার বেতনের এক কোটি ৪৫ লাখ পাউন্ড পাবে তাঁর পরিবার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ