28ºc, Haze
Friday, 24th March, 2023 9:02 pm
আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলের কথা এলে সবার আগে মনে পড়ে দুইজনের নাম। একজন মেসি, দ্বিতীয়জন রোনাল্ডো। এই দুইয়ের খেলা দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল সাক্ষী ছিল মেসির পায়ের জাদু। মেসি মাঠে নামতে চারিদিক থেকে ভেসে আসতে শুরু করে মেসি-মেসি। অথচ ক্লাবের সঙ্গে চুক্তির নিরিখে মেসি অনেক পিছিয়ে। সে দিক থেকে এগিয়ে নেমমার
২০০০ সাল থেকে ২০২৩ পর্যন্ত কোন খেলোয়ারের সঙ্গে কোন ক্লাবের কতটাকা চুক্তি হয়েছে, তার একটি তালিকা পাওয়া গেল। সেই তালিকায় এখন পর্যন্ত নেমার শীর্ষস্থান দখল করে রেখেছে। বার্সেলোনা পিএসজি প্রতি বছরে নেমারকে দেবে ২২২ মিলিয়ন পাউন্ড। সব থেকে দাবি ব্রিটিশ ফুটবল খেলোয়াড় জ্যাক গ্রিলিশ। আগে এই রেকর্ড দখলে ছিল গ্যারেথ বেলের। জ্যাক গ্রিলিশের সঙ্গে ম্যানচেষ্টার সিটির চুক্তির মূল্য ছিল ১১৭ মিলিয়ন পাউন্ড।
বিশ্বের সব থেকে দামি তরুণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে। ২০১৭-তে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি হয়। এমবাপেকে কিনতে পিএসজি খরচ করে ১৮০ মিলিয়ন পাউন্ড। বোনাস আলাদা। দ্বিতীয় তরুণ খেলোয়াড় জোয়াও ফেলিক্স। ফেলিক্স আগে খেলতেন বেনফিকায়। সেখান থেকে অ্যাটলেটিকোয় যোগদান। ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে ১২৬ মিলিয়ন পাউন্ডে।
সব থেকে দামি ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরি। এখনও তার দখলেই দামি রক্ষণভাগের খেলোয়াড়ের শিরোপা। ম্যান ইউয়ের সঙ্গে তার হওয়া চুক্তির পরিমাণ ৮৭.১ মিলিয়ন পাউন্ড।
আরও পড়ুন ছোটনদী সেজে উঠল মেসি-রোনাল্ডো-নেমারের কাটআউটে, মুগ্ধ ফিফা