এই মুহূর্তে




ওয়ানডে-তে ১২ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

নিজস্ব প্রতিনিধি: বুধবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে পাঁচ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের পর তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড বজায় রেখেছে নিউজিল্যান্ড। ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে এটি তাদের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় এবং ২০০৮ সালের পর ঘরের মাঠে এটি প্রথম জয়। ঘরের মাঠে ১৭ বছর পর এবং ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড।

রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরি ইংল্যান্ডকে ৫০ ওভারের ফর্ম্যাটে জয়ের দিকে এগিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের প্রিমিয়াম ফাস্ট বোলার ম্যাট হেনরি, যিনি ম্যাচের শুরতে কাফ ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন, তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড মাত্র ১৭৫ রানে অলআউট হয়। জেমি ওভারটন ৮ নম্বরে এসে সর্বোচ্চ ৪২ রান করেন। টসে হেরে ব্যাটিং করতে  নামে ইংল্যান্ড। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।  ৮১ রান তুলতেই ৫ উইকেট পড়ে ইংল্যান্ডের। বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, জ্যাকব বেথেল ও জস বাটলার ফেরেন একে একে। রুটের ব্যাট থেকে ২৫ রান আসে ।  নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার ৩৪ রানে  ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে রবীন্দ্রর ৫৪, ড্যারিল মিচেলের ৫৬ রানের ও মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৪ রানের ইনিংসে নিউজিল্যান্ড সহজেই খেলা জিতে নেয়। 

ইংল্যান্ডের এই পরাজয়ের ফলে ৫০ ওভারের ফরম্যাটে ইংল্যান্ডের হতাশাজনক অবস্থান আরও বাড়লো। ২০২৩ বিশ্বকাপের পর থেকে, থ্রি লায়ন্স ২৫টি ওয়ানডে খেলেছে। সেখানে মাত্র ৮টিতে জয়ী এবং ১৭টিতে  পরাজিত হয়েছে।   ইংল্যান্ডের জয়-পরাজয় অনুপাত ০.৪৭ যা এই সময়ে ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে  খারাপ খেলার মধ্যে দশম স্থানে। এই সংখ্যাগুলি সে দেশের খেলার ক্ষেত্রে আরও গভীর কাঠামোগত সমস্যাগুলি সামনে এনেছে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ